ad720-90

মার্কিন নির্বাচন: স্বচালিত গাড়ির পরীক্ষা বন্ধ রেখেছে ওয়েইমো


মঙ্গলবার এক ইমেইল বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, “সাবধানতা অবলম্বন করতে এবং আমাদের দলের নিরাপত্তার কথা বিবেচনা করে আমরা স্যান ফ্রান্সিস্কোতে মঙ্গলবার ও বুধবার স্বচালিত গাড়ির কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করছি।”

প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ওয়েইমোর এই বহর পরিচালনার দায়িত্বে থাকা প্রতিষ্ঠান ট্রান্সডেভ এক ইমেইলে বলেছে, নিরাপদ একটি জায়গায় স্বচালিত গাড়িগুলো পার্ক করে রাখতে মাউন্টেইন ভিউতে গাড়িগুলো সরিয়ে নিচ্ছে ওয়েইমো।

ট্রান্সডেভ নর্থ আমেরিকার মহাব্যবস্থাপক ক্রিস চেয়ুং বলেছেন, “জাতীয় নির্বাচনকে ঘিরে পরিকল্পিত কিছু প্রতিবাদ কর্মসূচীর প্রেক্ষিতে সাবধানতা অবলম্বন করতেই” এই সিদ্ধান্তে এসেছে প্রতিষ্ঠানটি।

সাধারণ জনগণ সহিংসতায় জড়াতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন কিছু শহরের ব্যবসা মালিকরা, বিশেষভাবে নির্বাচনের ফলাফল বিলম্বিত হলে। নির্বাচনের দিনে উত্তেজনা বিরাজ করছে পুরো দেশ জুড়েই।

নির্বাচনের দিন ভোট দিতে প্রতিষ্ঠানের সব কর্মীকে ছুটি দিয়েছে আরেক স্বচালিত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ক্রুজ।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar