ad720-90

চীনে বৈদ্যুতিক গাড়ির চার্জার বানাবে টেসলা


বর্তমানে চীনে নিজেদের মডেল ৩ বিদ্যুত চালিত গাড়ি বিক্রি করছে টেসলা। ২০২১ সাল নাগাদ দেশটিতে নিজেদের মডেল ওয়াই স্পোর্ট ইউটিলিটি গাড়ি বিক্রি শুরু করতে চাচ্ছে তারা। চার্জার তৈরির জন্য কারখানা স্থাপনে চার কোটি ২০ লাখ ইউয়ান বা ৬৪ লাখ ডলার বিনিয়োগের পরিকল্পনাও রয়েছে মার্কিন এ গাড়ি নির্মাতার।

রয়টার্স উল্লেখ করেছে, সাংহাইয়ে নিজেদের গাড়ি কারখানার পাশে চার্জিং পাইল নামে পরিচিত চার্জার তৈরির কারখানা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে টেসলার। তাদের জমা দেওয়া নথিতে সেরকম তথ্যই উঠে এসেছে।

চীনে পেট্রোল ও ডিজেল গাড়ির দূষণ কমাতে চাইছে টেসলা। প্রতিষ্ঠানটি দেশজুড়ে নিজেদের চার্জিং পয়েন্টের পরিসর বাড়াচ্ছে। বিদ্যুত চালিত গাড়ি মালিকদের অন্যতম একটি প্রতিবন্ধকতা চার্জিং স্টেশন।

জমা দেওয়া নথির তথ্য অনুসারে, ফেব্রুয়ারিতে কারখানার কাজ সম্পন্ন করার আশা করছে টেসলা। বছরে ১০ হাজার চার্জার বানানোর সক্ষমতা থাকবে কারখানাটির। বর্তমানে চীনের জন্য যুক্তরাষ্ট্র থেকে চার্জার আমদানি করছে টেসলা।

গত মাসে দেশটিতে ১৩ হাজারেরও বেশি গাড়ি বিক্রি করেছে টেসলা। চার্জিং কারখানার ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হয়নি প্রতিষ্ঠানটি।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar