ad720-90

এবার যুক্তরাষ্ট্রে কালো তালিকায় জিজেআই ড্রোন


নতুন করে যোগ হওয়া কয়েক ডজন প্রতিষ্ঠানের মধ্যে চীনের শীর্ষ চিপ নির্মাতা এসএমআইসি রয়েছে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রী উইলবার রস শুক্রবার চীনের সমালোচনা করে বলেছেন, দেশটির “শিনজিয়াং ও অন্যান্য স্থানে সর্বব্যাপী নজরদারি চালানো হচ্ছে নাগরিকদের দমিয়ে রাখতে।”

বাণিজ্য মন্ত্রণালয় শুক্রবার কালো তালিকায় ডিজেআই, এজিসিইউ সায়েন্সটেক, চায়না ন্যাশনাল সায়েন্টেফিক ইন্সট্রুমেন্ট অ্যান্ড ম্যাটেরিয়ালস, এবং কুয়াং-চি গ্রুপকে যোগ করেছে। কারণ হিসেবে যুক্তরাষ্ট্র বলছে, ওই চার প্রতিষ্ঠান “হয়রানিমূলক জেনেটিক তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের মধ্য দিয়ে বা উচ্চ-প্রযুক্তির নজরদারির মাধ্যমে বড় পরিসরে চীনে মানবাধিকার লঙ্ঘন করেছে।”

চার প্রতিষ্ঠানের কোনোটিই তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি, প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যোগাযোগ করাও সম্ভব হয়নি। এর আগেও ডিজেআই এবং অন্যান্য চীনা ড্রোন নির্মাতা প্রতিষ্ঠানের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন সরকার।

জানুয়ারি মাসে ‘ইউএস ইন্টেরিওর ডিপার্টমেন্ট’ নিজেদের বহরের আটশ’ চীন-নির্মিত ড্রোন বন্ধ রেখেছিল। তারও আগে এ ধরনের ড্রোন কেনা বন্ধ করেছিল তারা।

মার্কিন ‘হোমল্যান্ড সিকিউরিটি’ বিভাগ ২০১৯ সালের মে মাসে নিজ দেশের প্রতিষ্ঠানগুলোকে চীনে তৈরি ড্রোনের ব্যাপারে সতর্ক করেছিল।

পৃথকভাবে মার্কিন আইন প্রণেতারা মার্কিন সংস্থাগুলোর জন্য চীনা ড্রোন প্রযুক্তি কেনা যাতে নিষিদ্ধ না হয়, সে সম্পর্কিত এক বিলে সায় দিয়েছেন। এ পদক্ষেপটি বার্ষিক প্রতিরক্ষা বিলের অংশ।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar