ad720-90

বৈদ্যুতিক গাড়ির নিয়ে প্রথম মুখ খুললো সুবারু


এনগ্যাজেটের প্রতিবেদন বলছে, ‘সলটেরা’ শব্দটি লাতিন ‘সূর্য’ ও ‘পৃথিবী’ থেকে এসেছে। গতানুগতিক এসইউভি অভিজ্ঞতাকে পরিবেশ দায়বদ্ধ প্যাকেজে নিয়ে আসার ব্যাপারে সুবারু যে কতটুকু প্রতিশ্রুতিবদ্ধ, সেটি প্রমাণেই এ নামটি বেছে নিয়েছে তারা।

টয়োটার সঙ্গে মিলে গাড়িটির নকশা করেছে সুবারু। প্রতিষ্ঠান দুটি আগেই যৌথভাবে গড়ে তুলেছে ‘ই-সুবারু অল-ইলেকট্রিক’ প্ল্যাটফর্ম। সেটির ভিত্তিতেই কাজ করেছে তারা।

এ প্রকল্পে টয়োটা নিজেদের বৈদ্যুতায়নের অভিজ্ঞতা দিয়ে সহযোগিতা করেছে। অন্যদিকে, সুবারু প্রয়োগ করেছে নিজেদের ‘অল-হুইল-ড্রাইভ’ প্রযুক্তি। উল্লেখ্য, টয়োটা নিজের বিদ্যুত চালিত গাড়ি আনতেও কাজ করছে।

সলটেরার ব্যাপারে বিস্তারিত জানতে আরও ছবি পাওয়ার অপেক্ষা করা ছাড়া গতি নেই। তবে, সম্প্রতি প্রকাশিত ছবি দেখে মনে হচ্ছে কৌণিক হেডলাইট এবং এলইডি একসেন্টের দেখা মিলবে গাড়িটিতে।

এ বছরেরই যে কোনো সময় সলটেরাকে বাজারে নিয়ে আসতে পারে সুবারু। 





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar