ad720-90

স্টারলিংক ইন্টারনেট: স্পেসএক্সের চুক্তি পেলো গুগল


গুগল জানিয়েছে, স্পেসএক্স গুগলের ডেটা সেন্টারে ‘গ্রাউন্ড স্টেশন’ বসাবে এবং সেটি স্টারলিংক কৃত্রিম উপগ্রহের সঙ্গে সংযোগ স্থাপন করবে। ফলে গুগল ক্লাউডের মাধ্যমে মিলবে উচ্চগতিসম্পন্ন নিরাপদ ইন্টারনেট সেবা।

গ্রাহকরা ২০২১ সালের দ্বিতীয়ার্ধ থেকেই ইন্টারনেট সেবা পাবেন বলে প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।

ঠিক এমন একটি সময় চুক্তিটি হলো, যখন ক্লাউড কম্পিউটিং সেবার ব্যবহার আগের তুলনায় বেড়েছে। এ খাতের বাজারে বর্তমানে আধিপত্য বিস্তারী অবস্থানে রয়েছে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট এবং রিটেইল জায়ান্ট অ্যামাজন। ৫জি সংযুক্ততার বদৌলতে টেলিকম খাতেও ক্লাউড প্রতিষ্ঠানগুলো এসে হাজির হয়েছে।

গুগলের মোট আয়ের প্রায় সাত শতাংশ আসে ক্লাউড ব্যবসা থেকে। গত অক্টোবরে মাইক্রোসফটও স্পেসএক্সের কাছ থেকে একই ধরনের একটি চুক্তি জিতে নিয়েছিল।

ওই চুক্তিটির বদৌলতে নিজেদের অ্যাজিউর ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্মকে স্পেসএক্সের সঙ্গে সংযুক্ত করতে পেরেছে প্রতিষ্ঠানটি।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar