গাড়িতে ‘এনভিডিয়া ড্রাইভ’ ব্যবহার করবে হিউন্দাই মোটর
এনভিডিয়া জানিয়েছে, জেনেসিস ও হিউন্দাইয়ের জিভি৮০ ও জি৮০ মডেলে আগে থেকেই এনভিডিয়া ড্রাইভ রয়েছে। নতুন চুক্তির অধীনে ঠিক কতটি গাড়িতে এনভিডিয়া ড্রাইভ থাকবে, সে ব্যাপারে কিছু জানাতে রাজি হয়নি এনভিডিয়া। প্রতিষ্ঠানটি শুধু জানিয়েছে, ২০১৯ সালে ৭০ লাখেরও বেশি গাড়ি বিক্রি করেছে হিউন্দাই মোটর গ্রুপ। হিউন্দাই মোটর কোম্পানি মূলত হিউন্দাই মোটর গ্রুপের ফ্ল্যাগশিপ প্রতিষ্ঠান। অন্যদিকে কিয়া… read more »