মহামারি ঠেকাতে তাঁরা ভাইরাস খুঁজে বেড়ান
অন্ধকার গুহার ভেতরে সুরক্ষা পোশাক পরিহিত একদল মানুষ ঢুকছেন। গুহায় প্রবেশের সঙ্গে সঙ্গে কারও পাখার ঝাপটানির শব্দ। স্বচ্ছ সুরক্ষা মুখোশ পেরিয়ে আতঙ্কিত কারও মুখের শঙ্কার রেখাও দেখা যাচ্ছে। এই পর্যন্ত পড়লে নিশ্চিতভাবেই একে কোনো হরর সিনেমার দৃশ্য বলে মনে হবে। কিন্তু আদতে তা নয়। এখানে যে একদল মানুষের কথা বলা হচ্ছে, তাঁরা আসলে একদল গবেষক।… read more »