জলবায়ু প্রশ্নে ‘আরও কঠোর অবস্থান’ চান টিম কুক
শনিবার ওই আহবান জানান অ্যাপল প্রধান নির্বাহী। তিনি বলেন, “আমরা গোটা বিশ্বের প্রতিষ্ঠান ও সরকারদেরকে সে সব কাজ করতে আহবান জানাই যা ২০২১ সালকে চূড়ান্ত পরিবর্তনের বছরে পরিণত করবে।” তবে, সুনির্দিষ্ট কোনো লক্ষ্যের ব্যাপারে কিছু বলেননি কুক। জাতিসংঘের এই ভার্চুয়াল সম্মেলনে সহআয়োজক ছিলো যুক্তরাজ্য ও ফ্রান্স এবং সঙ্গে অংশীদার আয়োজক হিসেবে ছিলো ইতালি ও চিলি।… read more »