ad720-90

পৃথিবীর বাহিরে থেকে পৃথিবীকে দেখুন একদম সরাসরি ১০০% Android + PC user দের জন্য | Techtunes


—————————————————–বিসমিল্লাহহির রাহমানির রাহিম—————————————————

 

আসসালামুয়ালাইকুম,

কেমন আছেন বন্ধুরা ?

এইটা আমার প্রথম টিউন। একদম প্রথম টিউন। যদি কোন ভুল হয় ক্ষমার চোখে দেখে আমাকে Comment করবেন।

 

প্রায় ১৩ বছরেরও বেশি সময় ধরে অধ্যুষিত থাকার পর অবশেষে পৃথিবীবাসী মহাকাশ থেকে তাদের নিজস্ব গ্রহটি দেখতে পারছেন। International Space Station (ISS) SpaceX CRS-3 স্পেস শাটল এ করে ৪ টি হাই ডেফিনিশন ক্যামেরা পাঠানো হয়। স্পেস স্টেশনের চারপাশে সেগুলো স্থাপন করা হয়। পৃথিবীতে বসে যে কেউ এখন সরাসরি পৃথিবীপৃষ্ঠ দেখতে সমর্থ হবেন। তবে অবশ্যই সেটা দিনের আলোতে। সরাসরি সম্প্রচারিত দৃশ্য গুলো পৃথিবীপৃষ্ঠ থেকে প্রায় ৪০০ কিলোমিটার উচ্চতা থেকে ধারন করা হচ্ছে। এই সমস্ত কিছু অর্গানাইজ করেছে হাই ডেফিনিশন আর্থ ভিউইং (HDEV) এক্সপেরিমেন্ট। অবশ্যই নাসা’র অনুমতি ও সহায়তায়। তারা যে ক্যামেরাগুলো স্থাপন করেছে সেগুলোর সবকটি অত্যন্ত চাপযুক্ত বাক্সে রাখা হয়েছে অন্যথায় মহাকাশের চাপে এবং রেডিয়েশনে নষ্ট হয়ে যায়। HDEV এর এই প্রজেক্টের লক্ষ সবাইকে মহাকাশ থেকে লাইভ ফীড দেখার সুযোগ করে দেয়া। শুধু তাই নয়, তারা পরীক্ষা করতে চাচ্ছে পৃথিবীতে তৈরি কমার্শিয়াল ক্যামেরাগুলো মহাকাশে ঠিকভাবে কাজ করে নাকি সেটা।

 

বন্ধুরা চলুন দেখে নেই কিভাবে এই সেবা আমরা উপভোগ করবো ফার্স্ট আমাদের Desktop-pc / laptop / android mobile যে কোন একটা লাগবে।

এবার এই লিঙ্ক এ যান Download করে নেন  এবং ৫ Second wait করে Skip add এ ক্লিক করেন 

এরপর নিচের মত Screen আসলে ডাউনলোড এ ক্লিক করেন

 

ডাউনলোড হয়ে গেলে ফাইল কে Extract করুন।

 

 

 

নিচের মত ফাইল পাবেন তা ওপেন করুন

 

 

Run.html ওপেন করুন।

 

 

 

Mouse এর চাকা ঘুরিয়ে নিচে যান।

 

 

 

এইটাই লাইভ Project সরাসরি।

 

 

 

 

বন্ধুরা, তাজ্জব হয়ার কিছুই নেই। কারন এখন প্রযুক্তি অনেক উন্নত। আর বন্ধুরা, Android User দের জন্য আলাদা করে কিছু বললাম না কারন একই Proccess Android System এ। শুধু ডাউনলোড করে Zip Extract করে Run.html ওপেন করে নিচের দিকে আসা। ব্যাস কাজ শেস। তো বন্ধুরা ভাল থাকবেন সুস্থ থাকবেন আর কোন সমস্যা  হলে আমাকে অবশ্যই জানাবেন।

ফেসবুকে আমি

 

যে কোন ধরনের সাহায্যের জন্য আমাকে জানাতে পারেন বা উপরের লিখা নিয়ে সমস্যা থাকলে জানাবেন। এত বিশাল সার্ভিস Social Network এর মাদ্ধমে আপনারা পৃথিবীকে সরাসরি দেখবেন শুধু মাত্র Trickbd এর রেফারেল এ। ভাল থাকবেন আল্লহ হাফেজ

 

আমার টিউন গুলো ভালো লাগলে অবশ্যই আমার টিউন বেশি বেশি জোসস করুন

আমার টিউন গুলো আপনার ‘টিউন স্ক্রিন’ নিয়মিত পেতে অবশ্যই আমাকে ফলো করুন। আমার টিউন গুলো সবার কাছে ছড়িতে দিতে অবশ্যই আমার টিউন গুলো বিভিন্ন সৌশল মিডিয়াতে বেশি বেশি শেয়ার করুন

আমার টিউন সম্পর্কে আপনার যে কোন মতামত, পরামর্শ ও আলোচনা করতে অবশ্যই আমার টিউনে টিউমেন্ট করুন

আমার সাথে সরাসরি যোগাযোগ করার জন্য ‘টেকটিউনস ম্যাসেঞ্জারে’ আমাকে ম্যাসেজ করুন। আমার সকল টিউন পেতে ভিজিট করুন আমার ‘টিউনার পেইজ’



সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar