ad720-90

বিশ্বের দ্বিতীয় স্মার্টফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠান হুয়াওয়ে


অ্যাপলকে হারিয়ে এখন বিশ্বের দ্বিতীয় স্মার্টফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠান হুয়াওয়ে। প্রথমবারের মতো এমন ঘটনা ঘটল বিশ্বে। রিপোর্ট অনুযায়ী চীনা স্মার্টফোন নির্মাতা হুয়াওয়ে বিশ্ববাজারে অ্যাপলের বিক্রিকে ছাড়িয়ে বিশ্বের ২ নম্বর সংস্থার স্থান দখল করেছে।

স্মার্টফোন বাজারের শীর্ষস্থানটি বর্তমানে স্যামসাংয়ের। তবে স্যামসাংয়ের পরের স্থানটি ছিল অ্যাপলের। আগে তৃতীয় স্থানে হুয়াওয়ে থাকলেও এবার তারা অ্যাপলকে হারিয়ে দ্বিতীয় স্থানে উঠে গেল।

গত প্রান্তিকে হুয়াওয়ে ৫৪ মিলিয়ন স্মার্টফোন বিক্রি করেছে। এটি গত বছরের একই সময়ের চেয়ে ৪০ শতাংশ বেশি বলে জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠান আইডিসি। বিক্রির এ পরিসংখ্যান অ্যাপলের তুলনায় বেশি।

তবে স্মার্টফোন বাজারের প্রধান বিক্রেতা স্যামসাংয়ের এ প্রান্তিকে ৭০ মিলিয়নের চেয়েও বেশি স্মার্টফোন বিক্রি করেছে, যা গত বছরের তুলনায় ১০ শতাংশ কম।

হুয়াওয়ের কর্মকর্তারা বলছেন, এবার তারা স্মার্টফোন বাজারের শীর্ষস্থানে উঠতে চান। তবে এক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক নীতি প্রভাব বিস্তার করতে পারে বলে মনে করছেন কর্মকর্তারা। কারণ মার্কিন বাজার স্মার্টফোন নির্মাতাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar