ad720-90

ভাইরাসে আক্রান্ত আইফোন সরবরাহকারী


বর্তমান
বিশ্বের সবচেয়ে বড় চিপ নির্মাতা প্রতিষ্ঠান হলো টিএসএমসি। অ্যাপল, এডিএম, এনভিডিয়া
এবং কোয়ালকমের মতো প্রতিষ্ঠানগুলোকে যন্ত্রাংশ সরবরাহ করে তারা।

ব্লুমবার্গের
প্রতিবেদনে বলা হয়, “কম্পিউটার ভাইরাস তাদের অনেকগুলো ফ্যাব্রিকেশন টুল আক্রান্ত করেছে।
কারখানাভেদে ভাইরাস আক্রান্তের মাত্রা ভিন্ন ভিন্ন।”

রাতেই
কিছু কারখানা পুনরায় চালু করা হয়। বাকি কারখানাগুলো রোববারের আগে চালু হবে না বলে প্রতিবেদনে
জানিয়েছে প্রযুক্তি সাইট ভার্জ।

কারখানাগুলো
কোনো হ্যাকিংয়ের শিকার হয়নি বলে ইঙ্গিত দিয়েছে টিএমএসসি।

প্রতিষ্ঠানের
প্রধান আর্থ কর্মকর্তা লরা হো বলেন, “আগেও ভাইরাসে আক্রান্ত হয়েছে টিএসএমসি। কিন্তু
এবারই প্রথম ভাইরাস আক্রমণে আমাদের উৎপাদন সারি আক্রান্ত হয়েছে।”

ভাইরাসের
কারণে অ্যাপলের প্রসেসর উৎপাদন সারি আক্রান্ত হয়েছে কিনা বা টিএসএমসি’র আয়ে কেমন প্রভাব
পড়বে তা নিয়ে কথা বলেননি হো।

সম্প্রতি
অ্যাপলের এ১২ চিপের উৎপাদন শুরু করেছে টিএসএমসি। চলতি বছরের আইফোনগুলোতে এই চিপ ব্যবহার
করা হবে বলে ধারণা করা হচ্ছে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar