ad720-90

প্রথম গোরিলা গ্লাস ৬ পাচ্ছে অপ্পো


প্রতিষ্ঠানের
এক বিবৃতিতে বলা হয়, কয়েক সপ্তাহের মধ্যে নতুন ফ্ল্যাগশিপ ফোন উন্মোচন করবে অপ্পো।
এই ডিভাইসটিতেই প্রথম কর্নিং গরিলা গ্লাস ৬ আনা হবে বলে প্রতিবেদনে জানিয়েছে আইএএনএস।

নির্মাতা
প্রতিষ্ঠান কর্নিংয়ের দাবি ল্যাব পরীক্ষায় দেখা গেছে এক মিটার উচ্চতা থেকে ১৫ বার পড়লেও
ভাঙবে না গরিলা গ্লাস ৬। আর এটি গরিলা গ্লাস ৫-এর চেয়ে “প্রায় দ্বিগুণ ভালো”।

বিবৃতিতে
কর্নিং গরিলা গ্লাস-এর ভাইস প্রেসিডেন্ট ও মহাব্যবস্থাপক জন বেইন বলেন, “অপ্পো গরিলা
গ্লাস ৬ ব্যবহার করছে বিষয়টি নিয়ে আমরা উৎফুল্ল।”

আগের
মাসেই নতুন এই গ্লাস উন্মোচন করে কর্নিং। স্মার্টফোনের জন্য এটি এযাবৎকালের সবচেয়ে
মজবুত গ্লাস বলে দাবি করেছে তারা।

“যেসব
গ্রাহক ডিজিটাল জীবনযাপনের সব ধরনের যোগাযোগের জন্য স্মার্টফোনের ওপর নির্ভর করেন,
অপ্পোর নতুন ফ্ল্যাগশিপ তাদেরকে ডিভাইস পড়ে যাওয়ার থেকে আরও ভালো সুরক্ষা দেবে,” বলেন
বেইন।

এযাবৎ
৪৫টির বেশি মূল ব্র্যান্ডের পাশাপাশি অন্যান্যা প্রতিষ্ঠানের ৬০০ কোটি ডিভাইসে গরিলা
গ্লাস ব্যবহার করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar