ad720-90

ম্যাক-এ ফেইস আইডি’র পেটেন্ট পেলো অ্যাপল


নতুন এই পেটেন্ট অনুমোদন থেকে ধারণা করা হচ্ছে ভবিষ্যতে ম্যাক কম্পিউটারে নিরাপত্তার জন্য টাচ আইডির বদলে ফেইস আইডি যোগ করবে অ্যাপল, বলা হয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস-এর প্রতিবেদনে।

অ্যাপলবিষয়ক খবরের সাইট ৯টু৫ম্যাক-এর প্রতিবেদনে বলা হয়, ম্যাক ডিভাইসের জন্য মঙ্গলবার এই পেটেন্ট অনুমোদন দেওয়া হয়েছে। পেটেন্টে বলা হয়, “ব্যক্তির মুখের ‘ডেপথ ম্যাপ’ শনাক্ত করতে কম্পিউটার ৯২ নাম্বার ধাপে মুখ শনাক্তকারী অ্যালগরিদম যোগ করতে পারে।”

ফিচারটির জন্য ব্যক্তির অঙ্গভঙ্গিও বিবেচনা করা হবে। পেটেন্টে দেখানো হয়েছে, গ্রাহকের মাথা, ধর এবং বাহু কিভাবে ম্যাক-এ সংকেত দেওয়ার কাজে ব্যবহার করা যাতে পারে।

ম্যাক কম্পিউটারে ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি আনতে এর আগেও পেটেন্ট আবেদন করেছে অ্যাপল।

ধারণা করা হচ্ছে ম্যাক কম্পিউটারে ফিচারটি যোগ করা হলে গ্রাহক ডিভাইসটিতে স্বয়ংক্রিয়ভাবে লগইন করতে পারবেন। এমনকি ডিভাইসটি স্লিপ মোডে থাকলেও গ্রাহক ডিভাইসের দিকে এগোলে এটি স্বয়ংক্রিয়ভাবে আনলকড হবে।

শুধু ম্যাক ডিভাইস নয় নতুন আইপ্যাডেও ফেইস আইডি যোগ করা হবে বলে ইতোমধ্যে গুঞ্জন শোনা গেছে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar