ad720-90

দুর্দান্ত ফিচারের ৬.১ প্লাস নিয়ে আসছে নোকিয়া


স্যামসাং, ভিভো, ওপো এখন বাজারে ছেয়ে গিয়েছে। গ্রাহকদের হাতে পছন্দসই মোবাইল সেট পৌঁছে দেওয়ার প্রতিযোগিতায় একে অন্যকে এক ইঞ্চি জমি ছাড়তেও নারাজ। প্রতিযোগিতায় পিছিয়ে পড়েছিল নোকিয়া। কিন্তু ফের পাল্লা দিয়ে দুর্দান্ত ফিচার ও আকর্ষণীয় লুকের একের পর এক মডেল নিয়ে বাজারে আসছে নোকিয়া।

এ মাসেই বাজারে আসতে পারে নোকিয়া ৬.১ প্লাস। হংকং-এ ইতিমধ্যেই মোবাইলটি লঞ্চ করেছে নোকিয়া। দাম ২০ হাজার টাকার আশপাশেই। কিন্তু আমাদের দেশে এর দাম কত হবে সে বিষয়ে কিছু জানায়নি সংস্থাটি।

গত মে-তেই চীনে এক্স ৬ লঞ্চ করেছিল নোকিয়া। ৬.১ প্লাস মডেলটি অনেকটা এক্স ৬-এর মতোই। রয়েছে ডুয়াল সিমের সুবিধা। এতে রয়েছে অ্যান্ড্রয়েড ৮.১ অরিও ৫.৮ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১০৮০x২২৮০ পিক্সেল) ডিসপ্লে রয়েছে । আসপেক্ট রেশিও ১৯:৯।

প্রসেসর: অক্টাকোর-কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৩৬ এসওসি। ডুয়াল রিয়ার ক্যামেরা— ১৬ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ৫ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর। ফ্রন্ট ক্যামেরা ১৬ মেগাপিক্সেল।

অপটিমাইজড কালার কনট্রাস্ট, পোট্রেট লাইটিং এফেক্ট, ডেপ্থ অব ফিল্ড, ফেস আনলক সাপোর্ট-এর মতো একগুচ্ছ এআই ফিচার রয়েছে এই মোবাইলে। স্টোরেজ ৬৪ জিবি। এক্সপ্যান্ডেবল স্টোরেজ ৪০০ জিবি পর্যন্ত।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar