ad720-90

মেসেঞ্জারে এলো ‘রামগরুরের’ এআর গেইম


বন্ধুদের সঙ্গে চ্যাটিং আরও উপভোগ্য করতেই চালু করা হয়েছে গেইমগুলো। একসঙ্গে ছয়জন পর্যন্ত এআর গেইমগুলো খেলতে পারবেন বলে প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস।

বুধবার দুইটি এআর গেইম উন্মোচন করে সামাজিক মাধ্যম জায়ান্ট প্রতিষ্ঠানটি। গেইম দু’টির নাম বলা হয়েছে “ডোন্ট স্মাইল” এবং “অ্যাস্টেরয়েডস অ্যাটাক”।

ডোন্ট স্মাইল গেইমটিতে গ্রাহক কতোক্ষণ গুরুগম্ভীর মুখ ধরে রাখতে পারেন তা নিয়ে প্রতিযোগিতা হবে। আর অ্যাস্টেরয়েডস অ্যাটাক গেইমে গ্রাহকদেরকে একটি মহাকাশযান চালাতে হবে বলে জানানো হয়েছে।

এক ব্লগ পোস্টে ফেইসবুক মেসেঞ্জারের পণ্য ব্যবস্থাপক নোরা মিশেভা বলেন, “সামনের সপ্তাহ ও মাসগুলোতে আরও গেইম আনার পরিকল্পনা রয়েছে আমাদের। এর মধ্যে ‘বিচ বাম্প’ এবং ‘কিটেন ক্রেইজ’ থাকবে।”

গেইমগুলো খেলতে গ্রাহককে মেসেঞ্জারের নতুন সংস্করণ ইনস্টল করতে হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মেসেঞ্জারে গেইমগুলো খেলতে গ্রাহক যাদের সঙ্গে এটি উপভোগ করতে চান তাদের বাছাই করে অ্যাপটির ওপরে ডান দিকে ভিডিও আইকন চাপবেন। এরপর তারকা বাটন থেকে তার পছন্দের এআর গেইমটি বাছাই করতে পারবেন।

গেইমটি চালু করলে ভিডিও কলের অন্য প্রান্তে থাকা গ্রাহক বা গ্রুপের সদস্যরা গেইম খেলার জন্য নোটিফিকেশন পাবেন বলে জানিয়েছেন মিশেভা।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar