ad720-90

টেসলা প্রাইভেট করতে অর্থ দেবে সৌদি?


এর
আগে বিভিন্ন খবরে জানা যায় প্রতিষ্ঠানটিকে প্রাইভেট করতে প্রতি  শেয়ার ৪২০ ডলার মূল্যে ধরে মোট ৭২০০ কোটি ডলার দরকার
হবে। কিন্তু ওই হিসাব বাতিল করে দিয়ে প্রতিষ্ঠানটিকে প্রাইভেট করতে ২৩০০ কোটি ডলার
তহবিল সংগ্রহ করতে হবে বলে আভাস দিয়েছেন টেসলা সহ-প্রতিষ্ঠাতা, খবর বিবিসি’র।  

ইনভেস্টোপিডিয়া’র
সূত্রমতে ৭ অগাস্ট পর্যন্ত হিসেবে মাস্ক-এর হাতে থাকা টেসলা শেয়ারের মোট দাম প্রায়
২১২০ কোটি ডলার।

এ খবর
প্রকাশের দিন লেনদেন শুরুর সময় টেসলার প্রতি শেয়ারের মূল্য ছিল ৩৬১.১৩ ডলার, সে হিসেবে
প্রতিষ্ঠানটির মোট বাজারমূল্য দাঁড়ায় ৬১৬০ কোটি ডলারেরও বেশি।

এক
ব্লগ পোস্টে মাস্ক বলেন, তিনি শুধু যেসব শেয়ারধারী নিজেদের টেসলা শেয়ারগুলো রাখতে চাচ্ছেন
না তাদের শেয়ারগুলোই কিনতে চান।

সম্প্রতি
সৌদি আরব টেসলার পাঁচ শতাংশ শেয়ার কিনেছে। 

এদিকে,
মাস্ক-এর এমন পরিকল্পনা প্রকাশের পর তিনি কৃত্রিমভাবে টেসলার শেয়ারমূল্য বাড়াচ্ছেন
অভিযোগ করে তার বিরুদ্ধে মামলা করেছেন বিনিয়োগকারীরা।

আরও খবর

টেসলা প্রাইভেট করতে চেয়ে মামলায় মাস্ক 
 





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar