ad720-90

অক্টোবরে নবম প্রজন্মের প্রসেসর আনবে ইনটেল?


ইতোমধ্যেই
২০১৯ সাল পর্যন্ত বিলম্বিত হয়েছে ইনটেল-এর ১০ ন্যানোমিটার ক্যানন লেইক প্রসেসর উৎপাদন।
এবার আগের ১৪ ন্যানোমিটার প্রসেসের ওপর ভিত্তি করেই নতুন প্রসেসর আনবে চিপ নির্মাতা
মার্কিন প্রতিষ্ঠানটি– খবর প্রযুক্তি সাইট ভার্জের।

অক্টোবরেই
নতুন প্রসেসরের ঘোষণা দেওয়া হবে কিনা তা এখনও গুজবই থেকে যাচ্ছে। তবে, প্রযুক্তি সাইট
ডাব্লিউসিসিএফটেক-এর প্রতিবেদনে বলা হয় ১ অক্টোবর নতুন কোর আই৯, আই৭ এবং আই৫ প্রসেসর
উন্মোচন করবে ইনটেল। আর এগুলো হবে প্রতিষ্ঠানের নবম প্রজন্মের প্রসেসর। 

নতুন
ফ্ল্যাগশিপ কোর আই৯-৯৯০০কে প্রসেসরটিতে আটটি কোর এবং ১৬টি থ্রেড থাকবে বলে ধারণা করা
হচ্ছে। ফাঁস হওয়া এক নথিতে দেখা গেছে, এটিই হবে প্রথম কোর আই৯ ডেস্কটপ প্রসেসর।

প্রসেসরটিতে
১৬ মেগাবাইট এল৩ ক্যাশ মেমোরি এবং ইউএইচডি ৬২০ গ্রাফিকস চিপ থাকবে বলে প্রতিবেদনে উল্লেখ
করা হয়েছে।

কোর
আই৯-এর পাশাপাশি নতুন কোর আই৭ প্রসেসরেও আটটি কোর থাকতে পারে। তবে এই প্রসেসরের থ্রেড
রাখা হতে পারে আটটি। আর নতুন কোর আই৫-এ থাকতে পারে ছয়টি কোর ও ছয়টি থ্রেড।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar