ad720-90

কী কাজ করে মোবাইলের Confidential Mode?


তথ্য সুরক্ষাকে গুরুত্ব দিয়ে Gmail এনেছে একাধিক ফিচারস৷ সেভাবেই সংস্থা নিয়ে এল Confidential Mode৷ চলতি বছরেই একেবারে নতুনভাবে আনা হয়েছে Gmailকে, যোগ হয়েছে প্রয়োজনীয় ফিচারস৷ তবে, Android এবং iOS থেকে বাদ পড়েছিল বেশ কিছু ফিচারস৷ যার মধ্যে Confidential Mode অন্যতম৷ এবার সেই ঘাটতি পূরণেই তৎপর কর্তৃপক্ষ৷ সংস্থা জানাচ্ছে, মোডটি ব্যবহার করতে প্রয়োজন পড়বে না কোন অ্যাপ আপডেটের৷

চলতি বছরেই (এপ্রিল) নতুন Gmail এর সঙ্গে আত্মপ্রকাশ করে Confidential Mode৷ অবশেষে, সেই অপশনটিকেই এবার পেতে চলেছেন অ্যান্ড্রয়েড এবং আইফোন ব্যবহারকারীরা৷ যেটি ই-মেলের কনটেন্টকে রক্ষা করবে৷ এছাড়াও, থাকছে অটো-ডিলিটের মতো অপশন৷ যেখানে ইউজারকে সেট করতে হবে একটি নির্দিষ্ট সময়সীমা (১ দিন, ১ সপ্তাহ, ৫ বছর)৷ তারিখ পেরিয়ে গেলে নিজে থেকেই ডিলিট হয়ে যাবে ই-মেলটি৷

আইফোন এবং অ্যান্ড্রয়েড উভয়ক্ষেত্রেই একইভাবে কাজ করবে এই Confidential Mode৷ ই-মেল পাঠানোর সময় মেনুবারেই দেখা যাবে Confidential Mode কে৷ অপশনটির উপর ক্লিক করলেই আসবে এক্সপায়ারি ডেট ও SMS ভেরিফিকেশনের বিষয়টি৷ চলতি মাসের প্রথমদিকে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা পেয়েছেন আরও একটি নতুন অপশন৷ যেখানে বন্ধ করা যাবে ‘Conversation view’৷





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar