ad720-90

এক হয়ে গেল ভোডাফোন-আইডিয়া! | Lastnewsbd.com

লাস্টনিউজবিডি,৩১ আগস্ট,নিউজ ডেস্ক: ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনাল অনুমোদন করে দিল আইডিয়া সেলুলার এবং ভোডাফোন ইন্ডিয়ার সংযুক্তিকরণ যারফলে শেষ বাধা টপকে এই দুই মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থা মিলে ভারতে সবচেয়ে বড় মোবাইল সংস্থার জন্ম দিল যার গ্রাহক সর্বাধিক ৷ এরফলে ১৫ বছর ধরে এয়ারটেল মোবাইল সংস্থা হিসেবে শীর্ষে থাকলেও তাকে টপকে গেল আইডিয়া এবং ভোডাফোনের জোট ৷

এই সংযুক্তিকরণের ফলে তাদের মোট গ্রাহক সংখ্যা হল ৪০.৮ কোটি ৷ ভোডাফোন আইডিয়া লিমিটেড-এর নতুন বোর্ড তৈরি হল যার ১২জন ডিরেক্টরের মধ্যে ৬জন স্বাধীন ডিরেক্টর ৷ এই সংস্থার চেয়ারম্যান করা হয়েছে কুমারমঙ্গলম বিড়লাকে এবং সিইও নিযুক্ত করা হয়েছে বলেশ শর্মা৷

ভোডাফোন এবং আইডিয়া উভয়ের ব্র্যান্ডই থাকছে সংযুক্তিরকরণের পরেও এবং নয়টি টেলিকম সার্কেল মারফত ৩২.২ শতাংশ বাজার দখলে থাকছে৷ এদের ৩.৪ লক্ষ ব্রডব্যান্ড নেটওয়ার্ক সাইট এবং ১৭ লক্ষ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ও রিটেল আউটলেট রয়েছে৷ কোম্পানির নিট ঋণের পরিমাণ ২০১৮ সালের ৩০ জুনে ছিল ১,০৯,২০০ কোটি টাকা৷

লাস্টনিউজবিডি/পিয়াল

সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar