ad720-90

কোটি ছাড়ালো পি২০, পি২০ প্রো-এর বিক্রি


ক্যামেরা
আর লেন্স-এর ছবির মান যাচাই ও রেটিংয়ের ক্ষেত্রে আদর্শ হিসেবে ডিএক্সওমার্ক নামের একটি
সূচক ব্যবহার করা হয়। পি২০ প্রো এবং পি২০ বিশ্বের প্রথম ডিভাইস হিসেবে এই রেটিংয়ে তিন
অংকের স্কোর করেছে বলে উল্লেখ করা হয়েছে আইএএনএস-এর প্রতিবেদনে।

এ খবর
প্রকাশের আগ পর্যন্ত ডিএক্সওমার্ক মোবাইল তালিকায় হুয়াওয়ে পি২০ প্রো-এর স্কোর ছিল ১০৯,
জানিয়েছে প্রতিষ্ঠানটি। 

হুয়াওয়ে
কনজিউমার বিজনেস গ্রুপ-এর হেড অফ হ্যান্ডসেট বিজনেস কেভিন হো বলেন, “এক কোটির ধাপ পেরিয়ে
যাওয়ার মাধ্যমে আমরা নিজেদের জন্য আবারও নতুন মাত্রা তৈরি করেছি।”

ইউরোপিয়ান
ইমেইজ অ্যান্ড সাউন্ড অ্যাসোসিয়েশন (ইআইএসএ) হুয়াওয়ে পি২০ প্রো স্মার্টফোনটিকে ‘ইআইএসএ
বেস্ট স্মার্টফোন ২০১৮-১৯’ হিসেবে আখ্যা দিয়েছে। এই স্মার্টফোনটি “এখন পর্যন্ত সবচেয়ে
উন্নত, উদ্ভাবনী ও কারিগরি দিক থেকে আগানো স্মার্টফোন” বলে মন্তব্য সংস্থাটির।

জার্মানির
বার্লিনে আইএফএ ২০১৮-তে হুয়াওয়ে মরফো অরোরা আর পার্ল হোয়াইট রঙে পি২০ স্মার্টফোন এনেছে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar