ad720-90

ছবি জালিয়াতি: বিতর্কে শিয়াওমি কর্মী


পোকো এফ১ নিয়ে প্রচারণায় নিজের ইনস্টাগ্রাম
অ্যাকাউন্টে ডিএসএলআর ক্যামেরা দিয়ে তোলা ছবি প্রকাশ করে তা পোকো এফ১ দিয়ে তোলা বলে
দাবি করেছেন-  শুরুতে এমন অভিযোগ উঠেছে সাংয়ের
বিরুদ্ধে।

বিভিন্ন সংবাদ আর বিষয় নিয়ে আলোচনার
প্ল্যাটফর্ম রেডিটে এ নিয়ে সরব হয়েছেন ব্যবহারকারীরা। প্ল্যাটফর্মটিতে সাংয়ের ইনস্টাগ্রাম
অ্যাকাউন্ট থেকে শেয়ার করা ছবিটি প্রকাশ করেছেন তারা।

আপাতদৃষ্টিতে এই ছবিটি শিয়াওমি মি
মিক্স ২এস স্মার্টফোন দিয়ে তোলা আর এর বাম পাশে নিচে কোণায় ‘মি ২এস’ জলছাপও আছে এমন
তথ্য পেয়েছেন রেডিট ব্যবহারকারীরা, বলা হয়েছে আইএএনএস-এর প্রতিবেদনে।  

সমালোচনার মুখে পরে ওই ছবি সরিয়ে
নেন সাং। এই বিতর্ক নিয়ে শিয়াওমি’র পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য করা হয়নি।

সম্প্রতি ডিএসএলআর ক্যামেরায় তোলা
ছবি নিজেদের নতুন নোভা ৩ স্মার্টফোনে তোলা হিসেবে প্রচার করা নিয়ে বিতর্কের জন্ম দেয়
চীনেরই আরেক স্মার্টফোন জায়ান্ট হুয়াওয়ে।

 





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar