ad720-90

কেমব্রিজ অ্যানিটিলিকা: ফেইসবুক ছাড়লেন গবেষক


জোসেফ
চ্যান্সেলর নামের ওই গবেষক কবে ও কেন প্রতিষ্ঠানটি ছেড়েছেন তা ব্যাখ্যায় অস্বীকৃতি
জানিয়েছে সোশাল জায়ান্টটি।

ফেইসবুক ছাড়ার আগে চ্যান্সেলর প্রতিষ্ঠানটির ইউজার
এক্সপেরিয়েন্স দলে একজন গবেষক হিসেবে কাজ করছিলেন৷

ফেইসবুকের
এক মুখপাত্র বলেন, “আমি নিশ্চিত করতে পারি জোসেফ চ্যান্সেলর ফেইসবুকে আর কর্মরত নন,
আর তাকে শুভ কামনা জানাই।”

কেমব্রিক
অ্যানালিটিকস ডেটা কেলেঙ্কারির ঘটনায় প্রাতিষ্ঠানিক নেতৃত্ব দেওয়া  কেমব্রিজ ইউনিভার্সিটি শিক্ষক আলেকজান্ডার কোগান
বলেছেন, তিনি চ্যান্সেলরের সঙ্গে “সবকিছু করেছেন”।

মনোবিজ্ঞান
খাতে পাওয়া ব্যবহারকারীদের ডেটা সংগ্রহ ও বিশ্লেষণায় গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল সায়েন্স
রিসার্চ বা জিএসআর-কে নিয়োগ দিয়েছিল কেমব্রিজ অ্যানালিটিকা। এই দুই গবেষকই জিএসআর-এর
সহপ্রতিষ্ঠাতা।
ওই ডেটা কেলেঙ্কারির খবর প্রকাশের পর ফেইসবুক বিশ্বব্যাপী আইনপ্রণেতাদের নজরদারিতে
আসে ফেইসবুক।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar