ad720-90

এলো আইফোন Xএস, Xএস ম্যাক্স


এটি উন্মোচনের
সময় কুক বলেন, “আমরা আইফোন X-কে নতুন মাত্রায় নিয়ে যাচ্ছি। এখন আমি আপনাদেরকে আমাদের
এখন পর্যন্ত বানানো সবচেয়ে উন্নত আইফোন দেখাতে যাচ্ছি। এটি আইফোন Xএস।”

এর সঙ্গে উন্মোচন
করা হয়েছে আইফোন Xএস ম্যাক্স নামের আরেকটি আইফোনও। এটি উন্মোচন করেন অ্যাপলের সিনিয়র
ভাইস প্রেসিডেন্ট ফিল শিলার।

আইফোন Xএস-এ
রাখা হয়েছে ৫.৮ ইঞ্চির স্ক্রিন, আইফোন Xএস ম্যাক্সের ক্ষেত্রে তা ৬.৫ ইঞ্চি। উভয় আইফোনেই
রাখা হয়েছে নিউরাল ইঞ্জিনযুক্ত নতুন একটি এ২ বায়োনিক চিপ। এই প্রসেসর সেকেন্ডে ‘পাঁচ
ট্রিলিয়ন” ডেটা প্রসেস করতে পারে বলে জানান শিলার। এতে থাকা ৫১২জিবি স্টোরেজ দুই লাখ
ছবি সংরক্ষণের জন্য যথেষ্ট বলেও উল্লেখ করেন তিনি।  

এতে আনা নতুন
আইওএস ১২ অপারেটিং সিস্টেম আর এ২ বায়োনিক চিপ ব্যবহারকারীদের জন্য “নতুন প্রজন্মের
অ্যাপগুলো” ব্যবহারের সুযোগ করে দেবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বিস্তারিত আসছে…





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar