ad720-90

স্বচালিত গাড়ির আদর্শ নীতি বানাতে চায় ফোকসভাগেন?


ফোকসভাগেন
গ্রুপ ১৫টিরও বেশি সম্ভাব্য অংশীদারের সঙ্গে এই পদক্ষেপ নিয়ে আলোচনা করছে বলে শুক্রবার
অটোমোটিভ নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়। এ খবর প্রকাশে পরিচয় গোপন রাখা একজন কর্মীর
বরাত দিয়েছে সাইটটি। এর সঙ্গে যুক্ত অন্য কোনো প্রতিষ্ঠানের নাম প্রকাশ পায়নি বলে উল্লেখ
করা হয় রয়টার্স-এর প্রতিবেদনে।

পরামর্শক
প্রতিষ্ঠান অ্যালিক্সপার্টনার্সের হিসাব মতে- বিশ্বব্যাপী স্বচালিত গাড়ি খাতে ইতোমধ্যে
সাড়ে পাঁচ হাজার কোটি ইউরো বিনিয়োগ করছে গাড়িনির্মাতা, সরবরাহকারী ও প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। 

বিএমডাব্লিউসহ
অন্যান্য নির্মাতা প্রতিষ্ঠান তাদের সেন্সরের কনফিগারেশনসহ স্বচালিত গাড়ির বিভিন্ন
খাতে সাধারণ আদর্শ মান বানানোকে স্বাগত জানাবে বলে আভাস দিয়েছে।

ফোকসভাগেন-এর
এক মুখপাত্র রয়টার্স-কে এ নিয়ে কোনো তথ্য দিতে অস্বীকৃতি প্রকাশ করেছেন। তবে “আমরা
সব সময় জোট বাঁধার জন্য আগ্রহী” বলে মন্তব্য করেন তিনি।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar