ad720-90

কালো রঙ ফেরাতে পারে সারফেইস ২


প্রথমে কালো রঙেই সারফেইস আরটি বাজারে এনেছিল প্রতিষ্ঠানটি। কিন্তু দ্রুতই সারফেইস ২-তে রঙ বদলে সিলভার করা হয়। এবার আবারও পুরানো কালো রঙ ফেরানো হতে পারে বলে প্রতিবেদনে জানিয়েছে প্রযুক্তি সাইট ভার্জ।

নতুন সারফেইস ডিভাইসে কালো রঙ আনার বিষয়টি প্রথমে জানায় জার্মান সাইট উইন্ডোজ ইউনাইটেড। প্রতিষ্ঠানের সারফেইস ল্যাপটপ ২ এবং নতুন সারফেইস প্রো উভয় ডিডাইসই আসতে পারে কালো রঙে।

ধারণা করা হচ্ছে ২ অক্টোবর নিউ ইয়র্ক সিটি’র ইভেন্টে নতুন সারফেইস ল্যাপটপ ও সারফেইস প্রো উন্মোচন করবে মাইক্রোসফট। ডিভাইসগুলোতে ব্যবহার করা হতে পারে নতুন ইনটেল প্রসেসর এবং ইউএসবি সি। আর এই ডিভাইসগুলোই আসতে পারে নতুন কালো রঙে।

এর আগে সারফেইস প্রো ডিভাইসের সঙ্গে বিভিন্ন রঙের টাইপ কাভার দেখা গেছে। কিন্তু এর মূল বডির রঙ আগের মতোই সিলভার রাখা হয়েছে। তবে, সারফেইস ল্যাপটপে অনেকগুলো রঙ এনেছে প্রতিষ্ঠানটি।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar