ad720-90

কর্মীর কাজ নিয়ে কর্তাকে জানাবে গুগল!


জি
সুট হচ্ছে প্রাতিষ্ঠানিক কার্যক্ষমতা বৃদ্ধি, কাজের সমন্বয় ও ক্লাউড কম্পিউটিং সেবা
দিতে আনা গুগলের প্ল্যাটফর্ম। মাইক্রোসফট-এর অফিস ৩৬৫ সেবার প্রতিদ্বন্দ্বী  এই পণ্য দিয়ে গুগল এখন বাজারে তাদের শেয়ার বাড়াতে
ও নতুন গ্রাহক ধরতে চেষ্টা চালাচ্ছে।

‘ওয়ার্ক
ইনসাইটস’ নামের নতুন এই ফিচার প্রতিষ্ঠানের প্রযুক্তি বিভাগের প্রশাসনকে তথ্য প্রদান
করবে, যা দিয়ে প্রতিষ্ঠানের অর্থ পরিশোধ করে নেওয়া অ্যাপগুলো ঠিকঠাক ব্যবহৃত হচ্ছে
কিনা বা কোনো অ্যাপ নিয়ে কর্মীদের আরও প্রশিক্ষণ দেওয়া লাগবে কিনা তা বোঝা যাবে। 

এই
টুল দলগত ভাবে অ্যাপগুলোর ব্যবহার পর্যবেক্ষণ করবে, এক্ষেত্রে ১০জন বা তার বেশি কর্মীর
একটি দল নেওয়া হবে। এর ফলে ব্যবস্থাপকরা বুঝতে পারবেন কোন বিভাগে কোনো টুল কেমন ব্যবহার
করা হচ্ছে।

কোন
দল সমন্বয় করছে, তারা শুধু ডকুমেন্টের উপর ডকুমেন্ট রাখছে কিনা বা গুগলের হ্যাংআউট
ও ভিডিও টুল ব্যবহার করে মিটিং করছে কিনা তাও জানতে পারবেন ব্যবস্থাপকরা।

এক
ব্লগ পোস্টে গুগলের পক্ষ থেকে বলা হয়, “এই ইনসাইট টুলটি নির্বাহীদেরকে সমন্বয় বাড়ানোর
সুযোগ শনাক্ত করতে ও একঘেয়েমি কমাতে সহায়তা করবে।”

চলতি
বছর ফেব্রুয়ারিতে গুগল জানায় জি সুট-এর মোট অর্থ পরিশোধকারী গ্রাহক সংখ্যা ৪০ লাখ।
অন্যদিকে সর্বশেষ আর্থিক প্রতিবেদন প্রকাশকালে মাইক্রোসফট জানায়, তাদের অফিস ৩৬৫-এর
বাণিজ্যিক মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা সাড়ে ১৩ কোটি।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar