ad720-90

ডেলিভারুকে কিনতে চায় উবার


ডেলিভারুকে
কিনতে উবার ঠিক কী পরিমাণ অর্থ খরচ করতে যাচ্ছে তা নিয়ে এখনও কিছু জানা যায়নি বলে উল্লেখ
করা হয়েছে প্রতিবেদনটিতে। তবে ডেলিভারুর সর্বশেষ বাজারমূল্যের চেয়ে উবারের প্রস্তাবিত
মূল্যের অংকটা বেশি হওয়া উচিৎ বলে ভাষ্য সংবাদমাধ্যমটির।

২০১৭
সালে প্রাইভেট বিনিয়োগকারীদের কাছ থেকে ৯.৮০ কোটি যুক্তরাজ্যভিত্তিক ডেলিভারু’র বাজারমূল্য
দুইশ’ কোটি ডলারের বেশি ধরা হয় বলে জানিয়েছে রয়টার্স।  

ব্লুমবার্গের
প্রতিবেদন মতে, ডেলিভারুর বিনিয়োগকারীরা প্রতিষ্ঠানটির স্বাধীনতা ছাড়তে অনিচ্ছুক। এ
কারণ এই আলোচনা ভেস্তেও যেতে পারে।

ডেলিভারু’র
পক্ষ থেকে চলতি বছর জুলাইয়ে বলা হয়, প্রতিষ্ঠানটি শেয়ারবাজারে যাত্রা শুরু করবে না
এমনটি নয় তবে এ নিয়ে তাড়াও নেই। 

২০১৩
সালে লন্ডনে যাত্রা শুরুর পর ডেলিভারুর সেবা এখন ১১টি দেশে বিস্তৃত। সামনে আরও নতুন
বাজারেও প্রবেশ করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

এ নিয়ে
মন্তব্যের জন্য অনুরোধ করা হলেও উবার আর ডেলিভারু তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি
বলে উল্লেখ করা হয়েছে রয়টার্স-এর প্রতিবেদনে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar