ad720-90

[ExaGear]যেকোনো মোবাইল দিয়ে কম্পিউটার সফটওয়্যার ব্যবহার করুন।{Use computer software on any mobile}[[Without Root]]


যেকোনো মোবাইল দিয়ে কম্পিউটার সফটওয়্যার ব্যবহার করুন।{Use computer software on any mobile}[[Without Root]]

সবাই কেমন আছেন?আশা করি সবাই ভালো আছেন।আর আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করবো তা হলো আপনার মোবাইল দিয়ে কম্পিউটার সফটওয়্যার ব্যাবহার করবেন কিভাবে।

আমাদের অ্যান্ড্রয়েড ফোনে আমরা কত কিছুই করি। অ্যান্ড্রয়েড হচ্ছে একটি ওপেন সোর্স ওএস (Open Source) এটি দিয়ে যে কতকিছু করা যায় তা কল্পনার বাইরে। ঠিক তেমনি, আপনি কি কখনও ভেবেছেন যে আপনার পিসি সফটওয়্যারগুলো  অ্যান্ড্রয়েডে চালাবেন ? আসুন আজ আপনাদের দেখাই কীভাবে আপনি আপনার কম্পিউটার সফটওয়্যার অ্যান্ড্রয়েডে ব্যাবহার করবেন পারবেন। তাও রুট ছারা।

♦♦ এর আগে জদি কোথাও পোস্ট করা থাকে ক্ষমা করবেন।গুগল সার্চ করেও কোথাও পাইনি।

চলুন শুরু করি।
আপনার যা প্রয়োজন হবে:
★Computer [প্রতিটা Software এর জন্য একবার প্রয়োজন]
★Wine Apps→ Download Now
★ExaGear.. Apps→ Download Now


প্রথমে Wine ওপেন করুন কিছু সময় অপেক্ষা করুন,নতুন উইন্ডো আসার পর Start এ ক্লিক করুন

এরপর Run..

এবার Screenshot অনুযায়ী কাজ করুন।


এখানে আপনি যেকোনো ফোল্ডারে পিসি সফটওয়্যার রাখুন এবং ওপেন করুন।

এবার সফটওয়্যারটি Run করুন।Run করার পর এরকম একটা Erore লেখা উইন্ডো আসবে।

এবার মিনিমিজ করুন।এখন পিসিতে যান,আপনার পছন্দের একটা সফটওয়্যার নিন।সফটএয়্যারটি ইনস্টল
করুন,করার পর যে ফোল্ডার গুলো তৈরি হয়েছে সেগুলো কপি করুন

এখন আপনার মোবাইলে এই  নিচের ScreenShot অনুযায়ী রাখুন বা পেস্ট করুন

এখন মোবাইলে ExaGear এপসটি ওপেন করুন,একটু সময় নিন।এবার ScreenShot অনুযায়ী করুন




এখন সফটওয়্যারটি ইনস্টল করুন।



কয়েক সেকেন্ড Wait করার পর দেখবেন আপনার সফটওয়্যারটি ওপেন হয়ে গেছে।



এখন আপনার ইচ্ছা মতো ব্যাবহার কুরুন।
আজকে এখানেই শেষ,সবাই ভালো থাকবেন।
ধন্যবাদ পোস্টটি পড়ার জন্য।
বিঃদ্রঃ না বুজে বাজে কমেন্ট করবেন না।সমস্যা হলে সলভ করার চেস্টা করবো।
Contact Me:→





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar