ad720-90

অকুলাস মোবাইল ভিআর হেডসেট-এ আসছে ইউটিউব


মঙ্গলবার কানেক্ট ডেভেলপার সম্মেলনে নতুন এই অ্যাপ আনার ঘোষণা দিয়েছে অকুলাস। অ্যাপটি শীঘ্রই আনার কথা বলা হলেও নির্দিষ্ট কোনো তারিখ দেওয়া হয়নি বলে প্রতিবেদনে জানিয়েছে প্রযুক্তি সাইট ভার্জ।

উন্মোচন করা হলে সব অকুলাস মোবাইল ভিআর হেডসেটে ইউটিউবের নিজস্ব অ্যাপ চালাতে পারবেন গ্রাহক। চলতি বছরের গ্রীষ্মে স্যামসাং গিয়ার ভিআর-এর জন্য একই ধরনের একটি অ্যাপ চালু করেছে ইউটিউব।

এর আগে শুধু গুগলের নিজস্ব ডেড্রিম মোবাইল ভিআর প্ল্যাটফর্মেই এই সুবিধা দিয়ে আসছিলো প্রতিষ্ঠানটি। এবার অকুলাস হেডসেটের জন্য স্টিমভিআর অ্যাপ আনার মাধ্যমে এই অবস্থান থেকে সরে আসছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানটি।

অকুলাস হেডসেটে ইউটিউব আনার পাশাপাশি নতুন কাস্টিং ফিচার চালু করবে ফেইসবুক মালিকানাধীন ভিআর প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে নিজের ভার্চুয়াল রিয়ালিটি অভিজ্ঞতা সহজেই অন্য বন্ধুদের মোবাইল ডিভাইস ও টিভিতে স্ট্রিম করতে পারবেন গ্রাহক।

এর আগে শুধু ‘অকুলাস গো’ হেডসেট ছিল প্রতিষ্ঠানটির। এবার নতুন ‘অকুলাস কোয়েস্ট’ নামে আরেকটি ভিআর হেডসেট উন্মোচন করেছে তারা।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar