ad720-90

অ্যাপলকে নয়শ’ কোটি ডলার দিচ্ছে গুগল, কারণ…


যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাকস-এর বিশ্লেষক রড হল-এর মতে, গুগলের পরিশোধ করা এই অর্থের অংকটা সামনে বাড়বে। ২০১৯ সালে এই অংক বেড়ে এক হাজার দুইশ’ কোটি ডলার হতে পারে বলে পূর্বাভাস তার, বলা হয়েছে প্রযুক্তি সাইট ৯টু৫ ম্যাক-এর প্রতিবেদনে।  

আইওএস-এ সাফারি ব্রাউজারে বর্তমানে ডিফল্ট সার্চ ইঞ্জিন হিসেবে গুগলকে রেখেছে অ্যাপল। যদিও অ্যাপলের ভয়েস অ্যাসিট্যান্ট সিরিসহ অন্য কিছু ক্ষেত্রে সার্চ ইঞ্জিন হিসেবে বিং-কেও ব্যবহার করে আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটি।

নিজেদের হার্ডওয়্যার পণ্য বিক্রি বাড়তে থাকলে এই সেবাগুলো প্রতিষ্ঠানটির জন্য অনেক বড় আয়ের উৎস হবে বলে আশা অ্যাপলের, বলা হয়েছে আইএএনএস-এর প্রতিবেদনে।  

২০১৫ সাল থেকে অ্যাপল মিউজিক থেকে আয় বৃদ্ধির গতি অনেকটাই স্থবির। অন্যদিকে আইক্লাউড স্টোরেজ-এ বিনামূল্যে ব্যবহারের সুবিধা ৫জিবিতেই রাখা আছে, এখন আরও বেশি স্টোরেজের জন্য মাসিক অর্থ পরিশোধ করতে ইচ্ছা প্রকাশ করেছে এমন গ্রাহকের সংখ্যা বেড়েছে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar