ad720-90

হোয়াটসঅ্যাপে অদৃশ্য হয়ে থাকবেন যেভাবে


সোশ্যাল মিডিয়া থেকে সাময়িক রেহাই পেতে অনেকেই অফলাইন হতে চান। কিন্তু হোয়াটসঅ্যাপে তো কোনও নিস্তার নেই। কিন্তু আছে এক গোপন পন্থা। ‘লগ আউট’ র অপশনটিকে একটু অন্যভাবে নিয়ে আসতে চলেছে হোয়াটস্অ্যাপ৷

সারাক্ষণ নোটিফিকেশন থেকে রেহাই পেতে অপশনটি (লগ-আউট) খুবই কার্যকর৷ হোয়াটস্ অ্যাপের ক্ষেত্রে নির্দিষ্ট কোনও অপশন ছিল না আগে। ফলে, অ্যাপটিকে বার বার আনইনস্টল করার প্রয়োজন হত৷ আর, সেই প্রয়োজনীয়তা থেকেই কর্তৃপক্ষ নিয়ে এল ‘ইনভিজিবল’ অপশনটি৷

সেটিংসের মাধ্যমে সম্ভব হবে পরিবর্তনটি৷ তিনটি পর্যায়ে হবে সেটিংস্ চেঞ্জ৷ প্রথমে স্মার্টফোনটি সাইলেন্ট না করে হোয়াটস্অ্যাপ টোনটি সাইলেন্ট করুন৷ এরপর, নোটিফিকেশন বারে ক্লিক করে হোয়াটস অ্যাপ আইকনটিকে ফোনের স্ক্রিনে শর্টকার্ট করুন৷ সাইলেন্ট কিংটোন সেট করতে রেকর্ড করে নিন একটি সাইলেন্ট রিংটোন৷ এরপর, সেটিকে সেট করে নিন নিজের ফোনে৷

এবার ফলো করুন স্টেপগুলি৷ ওপেন হোয়াটস্অ্যাপ-সেটিংস্-নোটিফিকেশন৷ ‘সাইলেন্ট রিংটোন’টিকে সিলেক্ট করে নোটিফিকেশন এবং কল রিংটোন হিসেবে সেট করে নিন৷

আইকনটির শর্টকার্ট স্ক্রিনের উপর থাকলে ব্যাকগ্রাউন্ডে আসা ম্যাসেজগুলি ইউজারকে আর বিরক্ত করবে না৷ ম্যাসেজগুলি দেখতে হলে ইউজারকে মেনু থেকে অ্যাপটিকে ওপেন করতে হবে৷ অনেক সময়ই হোয়াটস্অ্যাপের কারণে অকারণে ফোনের ডেটা নষ্ট হয়৷ সেটি বন্ধ করতে ফলো করুন স্টেপগুলিকে৷ জেনারেল সেটিংস্-অ্যাপ-অ্যাপলিস্ট-হোয়াটস্ অ্যাপ-ফোর্স স্টপ৷ তারপর, ডেটার অপশনটিকে নিষ্ক্রিয় করুন৷



সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar