ad720-90

ফেইসবুকে সাময়িক বিভ্রাট


শুক্রবার
রাতে প্ল্যাটফর্মটিতে সমস্যা দেখা যায় বলে প্রতিবেদনে জানিয়েছে ব্যবসা-বাণিজ্যবিষয়ক
মার্কিন প্রকাশনা বিজনেস ইনসাইডার। এ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপে হাজার হাজার বিরক্ত
ব্যবহারকারী ডাউন ডিটেকটরে অভিযোগ করেন।

ডাউন
ডিটেকটর হচ্ছে একটি অনলাইন সাইট যারা বিভিন্ন সাইট বা অনলাইন সেবা বিপর্যন্ত হলে তা
নিয়ে তথ্য প্রকাশ করে। এ সাইটে ব্যবহারকারীরা তাদের কোনো সাইট ব্যবহার করতে সমস্যা
হলে অভিযোগও জানাতে পারেন।

ছবি- ডাউন ডিটেকটর

ছবি- ডাউন ডিটেকটর

ইতোমধ্যে
ফেইসবুকের সেবা আবারও স্বাভাবিক হয়ে গিয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

এক
বিবৃতিতে ফেইসবুকের এক মুখপাত্র বলেন, “একটি কারিগরি সমস্যার কারণে কিছু মানুষ ফেইসবুকে
যুক্ত হতে সমস্যায় পড়েছেন আর এটি সমাধান করা হয়েছে।”

ডাউন
ডিটেকটর-এর দেখানো চিত্র থেকে জানা যায়, বাংলাদেশ সময় রাত ১০টা ১৬মিনিটে এ সমস্যা শুরু
হয়। বিশ্বের কোথায় কোথায় এ সমস্যা দেখা গিয়েছে তা নিয়ে ডাউন ডিটেকটরের প্রকাশ করা মানচিত্রে
ইউরোপ আর যুক্তরাষ্ট্র ছাড়াও বিশ্বের বিভিন্ন স্থান চিহ্নিত করা হয়েছে। এতে বাংলাদেশকেও
চিহ্নিত অবস্থায়ই দেখা যায়।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar