ad720-90

আজ দেখা যাবে বছরের শেষ সূর্যগ্রহণ


আরও এক সূর্যগ্রহণের সাক্ষী থাকতে চলেছে বিশ্ব। টানা সাড়ে তিন ঘণ্টা ধরে চলবে সেই গ্রহণ। এটাই বছরের শেষ সূর্যগ্রহণ। এবছরে আগে আরও দুটি সূর্যগ্রহণ দেখা গিয়েছে। শেষ সূর্যগ্রহণ দেখা যাবে আজ ১১ অগাস্ট, শনিবার।

জানা গেছে, পৃথিবীর ৬৫ শতাংশ মানুষ এই গ্রহণ দেখতে পাবেন। আমেরিকা, উত্তর-পশ্চিম এশিয়া, দক্ষিণ কোরিয়া, মস্কো এবং চিন এ গ্রহণ দেখা যাবে।

সবথেকে ভালভাবে গ্রহণটি দেখা যাবে উত্তর গোলার্ধে ৷ এছাড়া চিনের খানিকটা অংশেও দেখা যাবে সেই দৃশ্য ৷ এর আগে ১৩ জুলাই আংশিক সূর্যগ্রহণ হয়েছিল ৷ দেখা গিয়েছিল, অ্যান্টার্কটিকা, অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডে ৷

তবে গ্রহণের দৃশ্য লাইভ দেখাবে NASA ৷ সূর্যগ্রহণের সময় এক্সরে প্লেট বা রোদ চশমা পরে দেখতে পারেন। খালি চোখে গ্রহণ দেখলে চোখ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। আংশিক সূর্যগ্রহণ দেখার ক্ষেত্রে পূর্ণগ্রাস সূর্যগ্রহণের মতই সতর্কতা বজায় রাখার নির্দেশ দিয়েছে নাসা।

শনিবার লন্ডনে গ্রহণ শুরু হবে স্থানীয় সময় সকাল ৯টা ২ মিনিটে। মার্কিন মহাকাশ সংস্থা নাসা জানিয়েছে, আগামী বছরও তিনটে সূর্যগ্রহণ দেখা যাবে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar