ad720-90

সংক্ষিপ্ত তালিকায় নতুন ৬১ ইমোজি


ইমোজির
জন্য নীতিমালা নির্ধারণ ও নতুন ইমোজির অনুমোদন দিয়ে থাকে ইউনিকোড। ২০১৯ সালের জন্য
৬১টির বেশি নতুন ইমোজিসহ ১৭৯টি প্রার্থী বাছাই করেছে সংস্থাটি, বলা হয়েছে ভারতীয় সংবাদমাধ্যম
আইএএনএস-এর প্রতিবেদনে।

এবারের
ইমোজিগুলোতে বৈচিত্র্যকে সমর্থন দেওয়া হয়েছে। নতুন ইমোজির মধ্যে ৫৫টি এমন চরিত্র রয়েছে
যা বিভিন্ন লিঙ্গ এবং বিভিন বর্ণের মানুষের প্রতিনিধিত্ব করে।

সংক্ষিপ্ত
তালিকার নতুন ইমোজিতে শ্রবন প্রতিবন্ধীদের জন্যও আলাদা ইমোজি রয়েছে বলে প্রতিবেদনে
উল্লেখ করা হয়েছে।

ইউনিকোড
কনসোর্টিয়াম-এর পক্ষ থেকে এক ব্লগ পোস্টে বলা হয়, সেপ্টেম্বরে খসড়া প্রার্থীদের পর্যালোচনা
করে চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে।

এর
পাশাপাশি ২০২০ সালের জন্য আটটি ইমোজি তালিকাভুক্ত করা হয়েছে বলে জানিয়েছে ইউনিকোড।
এর মধ্যে রয়েছে নিনজা, সেনাবাহিনীর হেলমেট, পালক, যাদুর কাঠি, করাত ও স্ক্রুড্রাইভার।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar