ad720-90

ফ্লোরিডা হত্যাকাণ্ড: ১০ লাখ ডলার অনুদান দেবে ইএ


এর পাশাপাশি অন্যান্যরা যাতে বাড়তি অনুদান দিতে পারেন সে জন্য একটি তহবিলও গঠন করবে প্রতিষ্ঠানটি। গেইমিং কমিউনিটির সদস্যদের নিয়ে ৬ সেপ্টেম্বর ‘জ্যাকসনভিল ট্রিবিউট লাইভস্ট্রিম’ও আয়োজন করবে ইএ– খবর প্রযুক্তি সাইট ভার্জের।

২৬ অগাস্ট ফ্লোরিডার জ্যাকসনভিলে ডেভিড কাটস নামের এক বন্দুকধারী গুলি চালালে দুইজন নিহত ও ১১ জন আহত হন। পরে তিনি নিজেও আত্মহত্যা করেন।

এ ঘটনার পর প্রতিযোগিতার বাকি ম্যাচগুলো বাতিল করে ইএ।

ইএ’র ওয়েবসাইটে বলা হয়, “গেইমিং কমিউনিটিতে আগের সপ্তাহে জ্যাকসনভিলের ঘটনাটির প্রভাব সারাজীবন থাকবে। আমরা এটা বুঝতেও পারছি না এতোগুলো মানুষ কেমন যন্ত্রণায় রয়েছেন এবং আমরা এটা দাবিও করছি না যে তাদের ক্ষত সারানোর সব ব্যবস্থা আমাদের আছে।”

শীঘ্রই তহবিল এবং স্ট্রিমিং নিয়ে বিস্তারিত ঘোষণা দেওয়ার কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

“আমরা অনেকের কাছ থেকেই শুনেছি তারা আক্রান্তদের সহায়তা করতে চান এবং এটা দেখাতে চান যে এই বীভৎস ঘটনা আমাদেরকে বর্ণনা করে না। শুধু আমাদের কমিউনিটিকে মজবুত করতে কাজ করতে চান। লাইভস্ট্রিমিংয়ের মাধ্যমে এটি বাস্তবায়িত করতে আমরা ইতোমধ্যেই আপনাদের অনেকের সঙ্গে কাজ করছি,” –ইএ।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar