ad720-90

Apple এর ঘড়ি দিয়েই করা যাবে ECG!


তিন বছর আগে অ্যাপল ওয়াচ বাজারে আসার পর চতুর্থ সংস্করণ মন্ত্রমুগ্ধ করতে চলেছে দুনিয়ার অ্যাপলপ্রেমীদের। ইসিজি-সহ একাধিক আধুনিক সুযোগ-সুবিধা নিয়ে হাজির ঘড়ি।

আগের চেয়ে বড় ডিসপ্লে- ৩০ শতাংশ বড়। থাকছে জিপিএস। নতুন ইন্টারফেজ। ১৮ ঘণ্টা সচল থাকবে ব্যাটারি।

কোথাও পড়ে গেলে এসওএস অপশন দেবে ঘড়ি। এক মিনিটের মধ্যে জবাব না পেলে আপনাআপনি জরুরি পরিষেবা কেন্দ্রে কল চলে যাবে। আপনার স্থানও বলে দেবে।

হার্টরেট কমে গেলেই অ্যালার্মের মাধ্যমে জানিয়ে দেবে ঘড়ি। ঘড়িতে করা যাবে ECG।

ডুয়েল কোর ৬৪ বিট এস ফোর প্রসেসর ব্যবহার করা হয়েছে অ্যাপল ওয়াচের চতুর্থ সংস্করণে। পুরনো মডেলের চেয়ে পারফরম্যান্স দ্বিগুণ।

সিলভার, গোল্ড ও স্পেস গ্রে-তিনটি রঙে মিলবে। মার্কিন যুক্তরাষ্ট্রে জিপিএস সংস্করণের দাম পড়বে ৩৯৯ ডলার। এলটিই মডেলের দাম পড়বে ৪৯৯ ডলার, এই ঘড়িতে সিম ভরা যাবে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar