ad720-90

ওয়াওবক্সে দুর্নীতি, দুর্নীতিযুক্ত ওয়াওবক্স!


এই পোস্টে আহামরি কিছু নেই, পড়ে সময় নষ্ট করেছেন বলে মনে হতে পারে।

আমি ট্রিকবিডিতে এই পোস্ট এই জন্য করলাম, যেন একটা প্রমাণ ও কিছু সাক্ষ্য থেকে যায়।

আপনারা জেনে থাকবেন, ওয়াওবক্স ফিফা কুইজ আয়োজন করেছে, যার পুরষ্কার

পুরস্কার বিবরণী

  • প্রতিদিন ২ জন সর্বোচ্চ স্কোরার পাচ্ছেন ৬০০ টাকার মোবাইল রিচার্জ।
  • মাস ব্যাপী এই কুইজে সর্বোচ্চ স্কোরার পাচ্ছেন ৩২” এলসিডি টিভি।
  • প্রথম রানারসআপ পাচ্ছেন একটি স্মার্টফোন।
  • দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ রানারসআপ পাচ্ছেন ব্লুটুথ স্পিকার।

এই পুরষ্কারে লোভে অনেকেই দুর্নীতি করেছে, যা আমি ওয়াওবক্স কর্তৃপক্ষকে 4 JULY ইমেইল করে জানাই।

[email protected]


ওয়াওবক্স আয়োজিত ফিফা ডেইলি কুইজে দুর্নীতি হচ্ছে, যা কোনভাবেই কাম্য নয়। আমার বানানো ভিডিওটি দেখুন এবং অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। আশা করি, ওয়াওবক্স প্রতারকদের পুরষ্কৃত করবে না।

(আমার কণ্ঠস্বর ভালো না, তাই ভিডিওটি প্লে করে বিরক্ত হবেন না। আমি যদ্দুর জানি, ভিডিও embed করে দেওয়ার অনুমতি ট্রিকবিডিতে আছে, না থাকলে বা আইন পরিবর্তিত হলে অ্যাডমিন সাহেব আমার ভিডিও রিমুভ করে দেবেন, আমাকে Author থেকে রিমুভ না করলে খুশি হবো!) (Camtasia এর লেটেস্ট ভার্সনে ক্র্যাক কাজ করছিল না, তাই ওয়াটারমার্ক রয়ে গেছে।)

ইমেইলটি ৪ জনকে পাঠাই, ২৪ ঘন্টার মধ্যে সবাই ইমেইলটি পড়েছে। (mailtrack.io এর কারণে আমি জানতে পেরেছি)

ভিডিওটি ১২ ভিউ হয়েছে, ওয়েবসাইটের সোর্স কোড এডিট করা হয়েছে। কিন্তু কেউ কোনো রিপ্লাই দেয় নি।

আজ আমি নিচের ইমেইল করলাম

6 JULY
আপনাদের ডেভেলপার সাহেব সোর্স কোড থেকে ‘কারেক্ট অ্যান্সার’ মুছে দিয়ে খুব ভালো করেছে। সেই সাথে ৯ নং কুইজের উত্তর ঠিক করেছে। ভালো।
কিন্তু আমার কয়েকটি প্রশ্ন আছে।
১। আপনারা ১০৫ জন প্রতারককে বহিষ্কৃত কেন করেননিা? Terms and Conditions for Wowbox Competitions এ ৬ নং লাইনে বলা আছে,
Entries will be screened for correct answers; participants will be disqualified for suspected fraudulent activity in altering answers via digital software or any other means possible.

তারা প্রত্যেকে ওয়েব ডেভেলপার, অথবা কোডিংয়ে কিছু হলেও জ্ঞান আছে। (আমার মত, আমি ডেভেলপার না, তবে হালকা কিছু ধারণা রাখি । এ কারনেই ভুল ধরতে পেরেছি। )
তারা সোর্স কোড দেখে উত্তর না দিয়ে থাকলে ৯ নং কুইজে ৭টা উত্তরই সঠিক কিভাবে দিল আমাকে বুঝিয়ে বলবেন প্লীজ!

২. ডেভেলপার সাহেব ৯ নং কুইজরে উত্তর তো আমার ভিডিও দেখে ঠিক করেছে, কিন্তু ৯ নং কুইজে সঠিক উত্তর দিয়েও ডেভেলপারের ভুলের কারণে ১ পয়েন্ট কম পাওয়া (২৮৬ পয়েন্ট পাওয়া) ১১ জন ব্যক্তির পয়েন্ট ১ বাড়িয়ে কেন দেয়া হলো না? (শহিদুল ইকাব, Reza, মোঃ জামিরুল ওসমান, Dr. Hasan Uddin, Snigdha dhar, Pranto Podder, Mahbubur Rahman Siddiki, Fahim IV, Rafiqul, MD.ANWAR HOSEN, জাহিদ ইসলাম)

৩. আমি রাত জেগে কষ্ট করে ভিডিও বানালাম, আপলোড করলাম এবং ৪টি ইমেইলে সেন্ট করলাম। কিন্তু কেউ রিপ্লাই দিল না, সামান্য কৃতজ্ঞতা প্রকাশ করল না। আমি জানতাম, বড় বড় কোম্পানীগুলো কৃতজ্ঞ হয়, দিল উদার হয়! সামান্য “থাংক ইউ” বললে কি লোকসান হত?

সত্যি করে বলুন তো, ১০৫ জনের মধ্যে কি আপনাদের পূর্বপরিকল্পিত কোন বিজয়ী আছে?
(আমি জানি, ওয়াওবক্সের বিজয়ী নির্ধারণে কোনো স্বজনপ্রীতি কিংবা প্রতারণা করা হয় না। “করা হয় না” বলা হয়ত ঠিক হলো না, বলতে হবে, “আগে করা হতো না”।
এ কারণেই আমার আত্মীয় একবার বিজয়ী হয়েছিল। কিন্তু আমি মনে করি, এই টিভি ও অন্যান্য পুরষ্কাভ বিজয়ী নির্বাচনের ক্ষেত্রে দুর্নীতি হবেই হবে।)





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar