ad720-90

আসছে লাল পিএস৪ প্রো


আসছে
৭ সেপ্টেম্বর স্পাইডার-ম্যান গেইমের সঙ্গে বান্ডল হিসেবে আনতে যাওয়া এই লাল রঙের পিএস৪
প্রো-এর নাম দেওয়া হয়েছে ‘অ্যামেইজিং রেড’। এর উপরে বড় করে এঁকে দেওয়া হয়েছে স্পাইডার-ম্যান
লোগো।

এই
কনসোলের সঙ্গে দেওয়া কনট্রোলারেও রাখা হয়েছে কনসোলের রঙের সামঞ্জস্য। লাল রঙের এই কনট্রোলারে
ব্যবহার করা হয়েছে সাদা বাটন। 

কনসোলের
উপরিভাগ চকচকে কিনা তা এখনও নিশ্চিত করা যায়নি। তবে সনি’র দেখানো ভিডিওতে এটি দেখতে
চকচকে মনে হলেও, সংবাদমাধ্যমের জন্য প্রতিষ্ঠানটির পাঠানো ছবিতে তা চকচকে মনে হয়নি
বলে উল্লেখ করা হয়েছে প্রযুক্তি সাইট ভার্জ-এর প্রতিবেদনে। 

স্পাইডার-ম্যান
পিএস৪ প্রো বান্ডলটির প্রি-অর্ডার শীঘ্রই শুরু হবে, এর দাম রাখা হবে ৩৯৯ ডলার।

২০১৬ সালে স্ট্রিট ফাইটার গেইম-এর
উপর ভিত্তি করে ‘পিএস৪ স্ট্রিট ফাইটার ফাইভ’, ‘পিএস৪ স্ট্রিট ফাইটার ফাইভ’, ‘পিএস৪
স্ট্রিট ফাইটার ফাইভ’, ‘চুন-লি অ্যান্ড লারা’ এবং ‘পিএস৪ স্ট্রিট ফাইটার ফাইভ’ নামে
চারটি বিশেষ সংস্করণ আনে সনি।

 





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar