ad720-90

‘ইডিয়ট’ খুঁজলে গুগল দেখায় ডোনাল্ড ট্রাম্পকে!


চলতি
বছরের মে মাসে একই ধরনের ঘটনা দেখা গেছে ভারতীয় প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদি’র ক্ষেত্রে।
সেসময় ‘ফেকু’ লিখে গুগল অনুসন্ধান চালালে ফলাফলে নরেন্দ্র মোদি’র ছবি দেখানো হচ্ছিল।
এবার ডোনাল্ড ট্রাম্পকে ‘ইডিয়ট’ বা ‘গর্ধভ’ বানিয়েছে গুগলের অ্যালগরিদম।

এমন
ফলাফল দেখানোয় গুগল অ্যালগরিদমকে ভুল বলারও তেমন কারণ নেই। ট্রাম্প বিরোধী সক্রিয় অনলাইন
কর্মীরা ‘ইডিয়ট’ শব্দটিকে ট্রাম্পের ছবির সঙ্গে যুক্ত করতে গুগল অ্যালগরিদমকে প্রভাবিত
করেছে বলে প্রতিবেদনে জানিয়েছে প্রযুক্তি সাইট সিনেট।

চলতি
সপ্তাহে গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের ছবি ও ইডিয়ট শব্দ দিয়ে একজন রেডিট
গ্রাহক আপভোটিং পোস্ট দিলে এই প্রথা শুরু হয়। পরবর্তীতে এটি একটি অনলাইন প্রতিবাদে
রূপ নেয়। ট্রাম্পের নীতি নিয়ে যারা খুশি নন তারা এতে যোগ দিতে থাকেন।

গুগল
অ্যালগরিদমকে প্রভাবিত করতে ‘ইডিয়ট’ শব্দ দিয়ে শিরোনাম এবং ট্রাম্পের ছবি দিয়ে খবর
প্রকাশের পাশাপাশি ট্রাম্প ও ইডিয়ট শব্দ পাশাপাশি দিয়ে পোস্ট দেওয়া হতে পারে বলে প্রতিবেদনে
জানিয়েছে বিজনেস ইনসাইডার।

এছাড়া
এই কিওয়ার্ড দিয়ে কোনো ওয়েব পেইজ বা ছবিতে লিঙ্ক করা হতে পারে বলে জানানো হয়েছে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar