ad720-90

কেলেঙ্কারির ধাক্কা এবার ফেইসবুকের আয়ে


বুধবার
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, বর্তমানে এই সামাজিক মাধ্যমেই মাসিক সক্রিয় ব্যবহারকারীর
সংখ্যা ২২৩ কোটি, যা আগের বছরের একই প্রান্তিকের তুলনায় ১১ শতাংশ বেশি। দুই বছরেরও
বেশি সময়ের মধ্যে ব্যবহারকারীর বৃদ্ধির এই হার প্রতিষ্ঠানটির জন্য সবচেয়ে ধীরগতির বলে
উল্লেখ করা হয়েছে আইএএনএস-এর প্রতিবেদনে। 

এই
প্রান্তিকে ফেইসবুকের মোট আয় হয়েছে ১৩২০ কোটি ডলার, যা আগের তুলনায় ৪২ শতাংশ বেশি।
তবে আয়ের অংকটা ১৩৩০ কোটি ডলার হবে বলে পূর্বাভাস দিয়েছিলেন বিশ্লেষকরা। এই প্রান্তিকে
প্রতিষ্ঠানটি লাভ হয়েছে ৫১০ কোটি ডলার, প্রতি শেয়ার হিসেবে এই অংক ১.৭৪ ডলার।

ফেইসবুক
প্রধান মার্ক জাকারবার্গ এক বিবৃতিতে বলেন, “আমাদের সম্প্রদায় আর ব্যবসা দ্রুত উন্নতি
অব্যাহত রেখেছে। আমরা মানুষকে নিরাপদ ও সুরক্ষিত রাখতে আর মানুষকে সংযুক্ত করতে সহায়তায়
নতুন অর্থপূর্ণ উপায় বানাতে বিনিয়োগে অঙ্গীকারবদ্ধ।”

৩০
জুন পর্যন্ত হিসেবে ফেইসবুকের দৈনিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ১৪৭ কোটি, যা আগের
বছরের একই প্রান্তিকের তুলনায় ১১ শতাংশ বেশি।

চলতি
বছর ২৫ মে ইউরোপে নতুন প্রাইভেসি আইন কার্যকর হয়। ব্যবহারকারীদের সংখ্যা বৃদ্ধির ধীরগতির
পেছনে এটি একটি কারণ বলে মত বিশ্লেষকদের। 

এই
প্রান্তিকে মোবাইল বিজ্ঞাপনী খাত থেকে ফেইসবুকের আয় বিজ্ঞাপনী খাত থেকে প্রতিষ্ঠানটির
হওয়া মোট আয়ের প্রায় ৯১ শতাংশ। বিজ্ঞাপনী খাতে এবার আগের বছরের দ্বিতীয় প্রান্তিকের
তুলনায় প্রায় ৮৭ শতাংশ বেড়েছে।

বর্তমানে
ফেইসবুকে মোট ৩০,২৭৫ জন কাজ করছেন, যা ২০১৮ সালের একই প্রান্তিকের তুলনায় ৪৭ শতাংশ
বেশি।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar