ad720-90

অ্যাপ স্টোরে কথা বলেই করা যাবে সার্চ


অ্যাপ স্টোর আর আইটিউনস স্টোর-এর মতো এই সার্চ ইন্টারফেইসে ট্রেন্ডিং সার্চ রেজাল্টগুলো তুলে ধরা হবে।

ব্যবহারকারীরা এখন সার্চ বারের মাইক্রোফোন আইকনে ট্যাপ করার পর কথা বলেই নির্দেশনা দিতে পারবেন বলে উল্লেখ করা হয়েছে প্রযুক্তি সাইট ভার্জ-এর প্রতিবেদনে। আর সার্চ রেজাল্ট পেইজে নতুন এক কার্ডভিত্তিক ইন্টারফেইস আনার হয়েছে বলে জানিয়েছে প্রযুক্তি সাইট ৯টু৫ম্যাক।

অ্যাপলের পক্ষ থেকে বলা হয়, “সার্চ একটি উন্নত নকশা দিয়ে আপডেট করা হয়েছে। এখন সার্চ ফলাফল আরও ভালো করতে এতে কথা শনাক্তকারী প্রযুক্তি আনা হয়েছে। নতুন নকশা আর কথা শনাক্তকারী প্রযুক্তির ফলে পণ্য খোঁজা, জমা করা আর অন্য কিছু করা আগের চেয়ে সহজ হয়েছে।”

আইওএস-এর জন্য নিজেদের ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপারস কনফারেন্স (ডাব্লিউডাব্লিউডিসি)-এর অ্যাপেও আপডেট এনেছে অ্যাপল।

প্রতিষ্ঠানটি বলে, “এই আপডেটের মধ্যে ত্রুটি সমাধান আর অ্যাকসেস করার ক্ষমতা ও ভিডিও ডাউনলোডসহ একাধিক খাতে উন্নতি আনা হয়েছে।”





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar