ad720-90

২০১৮তে বাড়ছে ‘ফাইললেস’ সাইবার হামলা: ম্যাকাফি


‘ফাইললেস’ হামলায় ভুক্তভোগীর সিস্টেমে ম্যালওয়্যার ছড়ানো হয় না। এর বদলে কম্পিউটারে ইতোমধ্যে ইনস্টল করা রয়েছে এমন টুলগুলোই ব্যবহার করে থাকে হ্যাকাররা।

এ ছাড়া এ ধরনের হামলা চালাতে মেমোরিতে সাধারণ স্ক্রিপ্ট বা শেলকোডও চালানো হয়, যা সাধারণত উইন্ডোজ রেজিস্ট্রিতে লুকানো থাকে– খবর আইএএনএস-এর।

সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ম্যাকাফি ল্যাবস জানায়, ২০১৮ সালে বাড়ছে ফাইললেস হামলা, কারণ এ ধরনের হামলাগুলো ইএক্সই ফাইল-এর মাধ্যমে চালানো হয় যা শনাক্ত করা কঠিন।

এক বিবৃতিতে ম্যাকাফি জানায়, “ক্যাকটাস টর নামে একটি ফাইললেস হামলা ‘ডটনেটটুজেস্ক্রিপ্ট’ কৌশল ব্যবহার করে যা সরাসরি মেমোরি থেকে আক্রান্ত ডটনেট অ্যাসেম্বলি লোড করে।”

সাধারণ এবং কর্পোরেট উভয় গ্রাহকই এই হামলায় আক্রান্ত হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ম্যাকাফি’র দ্বিতীয় প্রান্তিকের হুমকি প্রতিবেদনে বলা হয়েছে, এমন অনেকগুলো হামলা দেখা গেছে যেখানে মেমোরিতে হামলা চালিয়ে সিস্টেমে ত্রুটি তৈরি করতে মাইক্রোসফট পাওয়ারশেল কাজে লাগানো হয়েছে।

২০১৭ সালের তুলনায় ২০১৮ সালে এ ধরনের হামলা বেড়েছে প্রায় ৪৩২ শতাংশ।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar