ad720-90

নভেম্বরে চীনে পঞ্চম ‘ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্স’


স্টেট
কাউন্সিল ইনফরমেশন অফিসে আয়োজিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেন সাইবারস্পেস অ্যাডমিনিস্ট্রেশন
অফ চায়না’র ডেপুটি পরিচালক লিউ লিহং।

ঘোষণায়
লিহং বলেন এ বছরের ডাব্লিউআইসি অনুষ্ঠিত হবে ঝেইজিয়াং অঞ্চলে। এবারের সম্মেলনের থিম
হবে “পারস্পরিক আস্থা এবং যৌথ শাসনের জন্য একটি ডিজিটাল বিশ্ব গড়া– সাইবারস্পেসে একটি
সমাজের জন্য সম্মিলিত ভবিষ্যত তৈরির লক্ষ্যে।”

সরকার,
আন্তর্জাতিক সংস্থা, প্রযুক্তি সমাজ এবং বেসরকারি সংস্থাকে সম্মেলনে আমন্ত্রণ করা হয়েছে।
সম্মেলনটি চলবে নভেম্বরের ৭ থেকে ৯ তারিখ– খবর আইএএনএস-এর।

লিউ
বলেন, “বিশ্বজুড়ে পারস্পরিক আস্থা ও যৌথ শাসনের মাধ্যমে ইন্টারনেট উন্নয়নের দিকে আরও
বেশি জোর দেওয়া হবে এই সম্মেলনে।”

সম্মেলনে
বিনিময়, পারস্পরিক শিক্ষা, সহযোগিতা এবং বৈশ্বিক সাইবারস্পেস-এ স্বস্তি এবং উন্নয়ন
আনার লক্ষ্যে কাজ করা হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

লিউ
বলেন ১৯টি উপ-ফোরাম নির্ধারণ করা হয়েছে। পাঁচটি থিমে এদের ভাগ করা হয়েছে, ‘উদ্ভাবনী
উন্নয়ন’, ‘সার্বজনীন নিরাপত্তা’, ‘সরলতা ও অংশগ্রহণ’, ‘আরও উন্নত জীবন লাভের চেষ্টা’
এবং ‘সার্বজনীন সাফল্য’।

এই
উপ-ফোরামগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তা, ৫জি এবং ডিজিটাল সিল্ক রোডের মতো বিষয়গুলো নিয়ে
আলোচনা করা হবে বলে জানানো হয়েছে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar