ad720-90

ওয়ার্ডপ্রেস এর RSS Feed এ থাম্বনেইল দেখান কোড এর মাধ্যমে | Techtunes


আমরা জানি যে, ডিফল্ট ভাবে ওয়ার্ডপ্রেস আরএসএস ফীড থাম্বনেইল দেখায় না। যে বিষয় টা শুধু আমার কাছে না অন্যসব ইউজার যারা ওয়ার্ডপ্রেস ব্যবহার করে তাদের কাছেও কোন ভাবে গ্রহণযোগ্যতা পায় না। আরএসএস ফীড এ থাম্বনেইল দেখালে সেটা দেখতে যেমন ভালো লাগে তেমনি অন্যান্য সুবিধাও আছে। তাই আমি এখন আপনাদের সাথে একটা কোড শেয়ার করছি যেটা ব্যবহার করলে আপনার ওয়ার্ডপ্রেস ব্লগ এর আরএসএস ফীড এ থাম্বনেইল দেখাবে।

add_filter('the_content_feed', 'rss_post_thumbnail');
function rss_post_thumbnail($content) {global $post; if(has_post_thumbnail($post->ID)) $content = '<p>'. get_the_post_thumbnail($post->ID, 'thumbnail'). '</p>'. $content; return $content;}

উপরের কোডটা কপি করে আপনি আপনার ওয়ার্ডপ্রেস থিম এর functions.php ফাইলে পেস্ট করে সেভ করুন। ব্যাস কাজ শেষ এখন থেকে আপনার ওয়ার্ডপ্রেস আরএসএস ফীড এ থাম্বনেইল দেখাবে।
ধন্যবাদ সবাইকে।

এই টিউন টি প্রথম প্রকাশিত: ‘আইটি বাতায়ন‘



সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar