ad720-90

চালকবিহীন নৌকা দেখুন ভিডিওতে…


লাস্টনিউজবিডি,০৯জুন,নিউজ ডেস্ক: বিজ্ঞানীরা থ্রিডি প্রিন্টারে চালকবিহীন নৌকা উদ্ভাবন করতে স্বামর্থ্য হলেন। এটি ডিজাইন করেছে এমআইটির একদল গবেষক। ফ্লিটের আদলে তৈরি নৌকাটি নৌ পথে পণ্য পরিবহন করতে পারবে। যদিও এটি প্রোটোটাইপ আকারে তৈরি করা হয়েছে। তবে বিজ্ঞানীরা জানিয়েছেন, তারা সফল হয়েছে।

এটি উৎপাদন করতে বিজ্ঞানীরা লো-কস্ট প্রিন্টার ও ম্যাটেরিয়াল ব্যবহার করেছেন। তারা বলছেন ভবিষ্যতে এই ধরনের যান শহরের খালগুলোতে মানুষ ও পণ্য পরিবহনে কাজে লাগবে। কেননা, এই ধরনের নৌযান পরিচালনা খরচ অনেকটাই কম।

স্বয়ংচালিত এই নৌকাটিতে রয়েদছে বিশেষ ধরনের সেন্সর, মাইক্রোকন্ট্রোলারস, লোকেশন ট্রেকারস। এতে ওয়াইফাই কানেকটিভিটি রয়েছে। রেকট্যাঙ্গুলার শেপে তৈরি বোটটি দেখতে অনেকটা কায়াকের মতই।

লাস্টনিউজবিডি/ এইচকে



সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar