ad720-90

এফএম রেডিও নিয়ে আসছে গ্যালাক্সি এস৯ ও এস৯ প্লাস


আনলকড ডিভাইসগুলোর জন্য এফএম রেডিও ফিচারটি বন্ধ রেখেছিল স্যামসং। এবার নতুন আপডেটের মাধ্যমে আনলকড গ্যালাক্সি এস৯ ও এস৯ প্লাস ডিভাইসে ফিচারটি পাবেন ইউজাররা। ডিভাইসে তারযুক্ত হেডফোন লাগিয়ে এফএম রেডিও শুনতেও পারবেন ব্যবহারকারী।

বর্তমানে বেশিরভাগ অ্যান্ড্রয়েড ডিভাইসে বিল্ট-ইন থাকে এফএম রেডিও। স্যামসাং ফ্ল্যাগশিপ ডিভাইসেও আগে থেকে ছিল এফএম রেডিও।

চলতি বছরের জানুয়ারি মাসে সম্প্রচার অ্যাপ নেক্সটরেডিওর সঙ্গে জেটবদ্ধ হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে ও কানাডায় এফএম রেডিও সমর্থন চালু করে স্যামসাং। কিন্তু সফটওয়্যারটি গ্যালক্সি এস৯ ও এস৯ প্লাসের আনলকড ডিভাইসগুলোতে পৌঁছায়নি।

নতুন আপডেটের ফলে আনলকড ডিভাইসগুলোতে সিকিউরিটি প্যাচও দ্রুত পাবেন গ্রাহক। পূর্বে লকড গ্যালাক্সি এস৯ ও এস৯ প্লাস ডিভাইসের অনেক পরে এই ডিভাইসগুলোতে সিকিউরিটি প্যাচ আপডেট দিতো স্যামসং।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar