ad720-90

মোবাইল ফোনের জন্য এবার ‘এয়ারব্যাগ’!


মোবাইল ফোন হাত থেকে পড়ে বিপর্যয় ঘটেনি এমন মানুষের খোঁজ মেলা ভার। মোবাইল ব্যবহারকারীরা প্রায় সবাই ভুগেছেন এই সমস্যায়। হাত থেকে পড়ে কখনো ব্যবহার অনুপোযোগী ঘটেছে ফোনটির। কখনো খানখান হয়ে গিয়েছে ডিসপ্লেটা। হা হুতাস করেই ভুলতে হয়েছে সেই শোক।

তবে সেই শোক আর করতে হবেনা। কেননা জার্মানির এক মেকিওট্রনিক্সের ছাত্র ফিলিপ ফ্রেনজেল সেই চিন্তার অবসান ঘটাচ্ছেন। তাই নিজেই বানিয়ে ফেলেছেন একটা আশ্চর্য মোবাইল কেস। হাত থেকে ফোন পড়লেই যা এয়ারব্যাগের মতো খুলে গিয়ে বাঁচাবে ফোনটিকে।

অ্যাকটিভ ড্যাম্পিং নামে এই প্রযুক্তির পেটেন্টের জন্য ইতিমধ্যে আবেদন করেছেন ফিলিপ। তাঁর এই মোবাইল কেসের চার কোণায় রয়েছে ৮টি ডাম্পিং প্যাড। ভাঁজ করে খাপের মধ্যে ঢোকানো থাকবে প্যাডগুলি। মূলত ঘাতসহ ধাতু দিয়ে বানানো হয়েছে এই প্যাড। সঙ্গে রয়েছে একটি ইলেক্ট্রনিক্স ব্যবস্থা। কোনওভাবে ফোনটি বাধাহীভাবে পড়তে শুরু করলেই সক্রিয় হয়ে যাবে এই ব্যবস্থা। যার ফলে খাপের থেকে বেরিয়ে পড়বে ধাতব প্যাডগুলি।

জার্মানির অ্যালেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফিলিপ জানিয়েছেন। একদিন বাড়ি এসে জ্যাকেকটি খুলে ছুঁড়ে ফেলেন কাঠের রেলিংয়ের ওপর। জ্যাকেটের পকেটে ছিল ফোনটি। জোরে আঘাত লাগায় ভেঙে যায় ফোনটি। এর পর থেকেই ফোনের জন্য একটি মজবুত অথচ পাতলা কেস খুঁজছিলেন ফিলিপ। বাজারে বহু ঘাতসহ কেস থাকলেও সেগুলির প্রস্থ বেশি হওয়ায় পছন্দ হয়নি তাঁর। শেষ পর্যন্ত নিজেই একটি কেস তৈরির পরিকল্পনা করেন তিনি। যেমন ভাবা তেমনি কাজ।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar