ad720-90

আইফোনে থাকছে না যে ফিচারটি


নেক্সট জেনারেশন আইফোন আনছে অ্যাপল৷ এমন খবর দাঁপিয়ে বেড়াচ্ছে ইন্টারনেট জুড়ে৷ অনলাইনে সামনে এসেছে আরও একটি বিষয়, 3D টাচ টেকনোলজি৷ ফিচার আইফোনগুলি থেকে 3D টাচ সার্পোটকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে সংস্থা (অ্যাপেল)৷ সর্ব প্রথম 3D টাচ সার্পোট ছিল অ্যাপেলের দুটি ফোনে (iPhone 6S ও iPhone 6S Plus)৷

চলতি বছরের প্রথমেই ঘোষণাটি করা হয়েছিল৷ তবে, আবারও বাজারে ছড়িয়েছে বেশ কিছু গুজব৷ জানা গেছে, ২০১৯ সালে বাজারে আসবে আইফোনের বেশ কিছু নতুন মডেল৷ তবে, সেগুলিতে থাকছে না কোন 3D টাচ সার্পোট সিস্টেম৷ সুতরাং, বোঝাই যাচ্ছে ২০১৮ সালে আসা আইফোন ডিভাইসগুলিই শেষ 3D টাচ সার্পোট ডিভাইস৷ রিপোর্টের তথ্য অনুসারে, ২০১৯ সালের একেবারে শেষে বাজারে আসতে চলেছে AirPod 2, যেটির আধুনিক প্রযুক্তি জল থেকে বাঁচাবে ডিভাইসটিকে৷

অন্যদিকে, আগামী মাসে AirPod বহনকারী কেসটি লঞ্চ করবে৷ যেটি সার্পোট করবে ওয়ারলেস চার্জিং৷ তথ্য জানাচ্ছে, চলতি বছরের সেপ্টেম্বর থেকেই বহুপ্রতিক্ষিত AirPower চার্জিং ম্যাট পেতে চলেছেন গ্রাহকরা৷ এছাড়া, আগামী বছরে একটি সস্তার স্মার্টস্পিকার নিয়ে আসছে টেক জায়েন্টটি৷ সবশেষে বলা যায়, চলতি এবং আগামী বছরে একঝাঁক নতুন ডিভাইস নিয়ে আসার পরিকল্পনা করছে এই মার্কিনি সংস্থাটি৷





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar