ad720-90

রাইড হেইলিং প্রতিষ্ঠানে অনুসন্ধান চালাবে চীন


চলতি
মাসে ২০ বছর বয়সী এক যাত্রীকে হত্যা করে দিদি ছুশিংয়ের এক চালক। এ ঘটনার পরই প্রতিষ্ঠানগুলোতে
অনুসন্ধান চালানোর ঘোষণা দিয়েছে দেশটির পরিবহন মন্ত্রাণালয়। ৫ সেপ্টেম্বর থেকে অনুসন্ধান
শুরু হবে বলে প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।

সরকারের
এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে দিদি জানায়, সেবা উন্নত করতে তারা পুরোপুরি সহায়তা করবে।

চীনা
সামাজিক মাধ্যম ওয়েইবোতে প্রতিষ্ঠানটি জানায়, “আমরা এই উদ্যোগকে গ্রহণ করছি এবং গ্রাহকের
নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সেবা উন্নত করার সর্বোচ্চ চেষ্টা করবো।”

চীনের
ওয়েনঝু’র পূর্ব দিকের একটি শহরে ওই খুনের ঘটনা ঘটে। এ বছরের মে মাস থেকে এটি এমন দ্বিতীয়
খুনের ঘটনা যেখানে দিদি’র সম্পৃক্ততা রয়েছে।

রাইড
হেইলিংয়ে সবচেয়ে দ্রুত বর্ধমান বাজার হলো চীন। কিন্তু খুনের এ ঘটনার পর কিছুটা পিছিয়ে
পড়েছে সেবা। আর যাত্রীর নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে।

প্রয়োজনীয়
নিরাপত্তা ব্যবস্থা তৈরি হওয়া পর্যন্ত ‘হিচ’ সেবা বন্ধ রেখেছে দিদি। হিচ-এর মাধ্যমেই
যাত্রী সেবা দিয়ে থাকে প্রতিষ্ঠানটি।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar