ad720-90

ফের নকশা বদলাচ্ছে স্কাইপ


এক ব্লগ পোস্টে স্কাইপ আর আউটলুক-এর ডিরেক্টর অফ ডিজাইন পিটার স্কিলম্যান বলেন, “গেল বছর আমরা নকশায় কিছু পরিবর্তন এনেছি আর আমাদের গ্রাহকদের কাছ থেকে শুনেছি যে আমরা আমাদের মূল ফিচারগুলোর কয়েকটি বেশি জটিল করে ফেলেছি।”

নকশা পরিবর্তনে মোবাইল অ্যাপ ইন্টারফেইস থেকে অপ্রয়োজনীয় অপশনগুলো সরানো আর চ্যাটস, কলস, কনটাক্টস ও নোটিফিকেশনস অপশনগুলো উইন্ডো-এর একদম উপরে বামে নিয়ে যাওয়া হবে। সেইসঙ্গে ডেস্কটপ ব্যবহারকারীদেরকে একটি কেন্দ্রীয় নেভিগেশন পয়েন্ট দেওয়া হবে।

ছবি শেয়ারিং অ্যাপ স্ন্যাপচ্যাটের থেকে উৎসাহিত হয়ে গেল বছর স্কাইপে ‘হাইলাইটস’ ফিচার এনেছিল মাইক্রোসফট। এই ফিচারও সরানোর সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।  

স্কিলম্যান বলেন, “কলিং ব্যবহার করা আরও কঠিন হয়ে গিয়েছে আর ‘হাইলাইটস’ অধিকাংশ ব্যবহারকারীদের মধ্যে এটি সাড়া ফেলেনি। আমাদের এক ধাপ পিছিয়ে এসে সহজ করা দরকার।”

এই প্ল্যাটফর্মটিতেও এখন আনা হচ্ছে আলো ও অন্ধকার থিম বাছাইয়ের সুযোগ।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar